Ajker Patrika

মা হত্যা মামলায় ছেলে রিমান্ডে, বিএনপি নেতা জেলহাজতে

প্রতিনিধি, ঠাকুরগাঁও
মা হত্যা মামলায় ছেলে রিমান্ডে, বিএনপি নেতা জেলহাজতে

ঠাকুরগাঁওয়ের আলোচিত স্কুল শিক্ষক শান্তনা রায় মিলি চক্রবতী হত্যা মামলায় গ্রেপ্তার ছেলে অর্ক রায় রাহুলের (২৮) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে আটক বিএনপি নেতা আমিনুল ইসলাম সোহাগকে (৪০) কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। 

আজ শুক্রবার বিকেলে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। 

সিআইডির তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য মিলির ছেলে রাহুলকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর আটক আসামি আমিনুল ইসলাম সোহাগ জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে জেলা শহরের কালিবাড়ি মোড় থেকে সোহাগকে আটকের পর মোহাম্মদ আলী সড়কের নিজ বাড়ি থেকে আটত হন নিহত মিলির ছেলে রাহুল। পরে তাঁদের মিলি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে তোলা হয়। 

গত ৮ জুলাই সকালে শহরের মোহাম্মদ আলী সড়কে নিজ বাসার পাশে থেকে মিলি চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১০ জুলাই ঠাকুরগাঁও থানায় একটি হত্যা মামলা হয়। ৪৫ বছর বয়সী মিলি ‘প্রারম্ভিক কিন্ডারগার্টেন’ নামে একটি স্কুলের শিক্ষিক ছিলেন। মিলির স্বামী সমীর কুমার রায় পঞ্চগড় চিনিকলে কর্মরত। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুই সন্তানের বিয়ে হয়েছে। তাঁদের বাড়ি শহরের তাঁতীপাড়ায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত