Ajker Patrika

কবিরাজের চিকিৎসায় ঝলসে গেল রোগীর মুখ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কবিরাজের চিকিৎসায় ঝলসে গেল রোগীর মুখ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এক নারী কবিরাজের চিকিৎসায় হাসিনা বেগম নামের এক নারীর সমস্ত মুখমণ্ডল ঝলসে গেছে। এলাকাবাসী ওই নারী কবিরাজ ও তাঁর সহযোগীকে আটক করে পুলিশে হাতে তুলে দেন। সোমবার দুপুরে উপজেলার দেওয়ানের খামার (লাকী হল পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নারী কবিরাজ ছকিনা বেগম ও তাঁর সহযোগী জাহানারা বেগম নাগেশ্বরী উপজেলা থেকে এসেছিলেন বলে জানা যায়। এ দিকে ভুক্তভোগী ওই নারী বর্তমানে ভূরুঙ্গামারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ভুক্তভোগীর স্বামী রাসেদুন্নবী বুলু জানান, বেশ কিছুদিন যাবৎ তাঁর স্ত্রী অসুখে ভুগছিলেন। নাগেশ্বরী উপজেলার উত্তর ব্যাপারী হাট নামক এলাকা থেকে ছকিনা বেগম নামের এক নারী কবিরাজ প্রতিবেশী আমিনুরের বাড়িতে চিকিৎসা দিতে আসতেন। সোমবার হাসিনা বেগমকে চিকিৎসার জন্য ওই কবিরাজের কাছে নেওয়া হয়। কবিরাজের চিকিৎসায় হাসিনা বেগমের সারা মুখে ফোসকা ওঠে। এ ছাড়া তাঁর শরীরে মারের দাগ পাওয়া গেছে। রোগী সুস্থ না হলে কবিরাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। 

ভূরুঙ্গামারী হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসিনা বেগমের মুখমণ্ডলে অধিকাংশই ঝলসে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যাসিড জাতীয় কোনো পদার্থ ছোড়া হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি। 

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, এলাকাবাসী এক নারী কবিরাজ ও তাঁর সহযোগীকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করেছে। লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত