ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে ১৩ বছরের কিশোর মো. নিবির শেখ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার মা-বাবাসহ পরিবারের অন্যান্য সদস্য ও এলাকাবাসী। এ সময় বাবা আব্দুস সালাম বাবলু ও মা শিল্পী খাতুন সন্তানের খুনিদের বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন।
গতকাল শুক্রবার শহরের সরকারি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের (টিটিসি) সামনের সড়কে এই মানববন্ধন হয়। এতে আব্দুস সালাম অভিযোগ করেন, তাঁর ছেলেকে ধর্ষণ করা হয়েছে। অ্যাসিড নিক্ষেপ করে দুই চোখ ঝলসে দেওয়ার পাশাপাশি হাত ভেঙে দেওয়া হয়েছে। প্রতিবেশী দুই কিশোর এ হত্যার সঙ্গে জড়িত। এর সব প্রমাণ পুলিশের কাছে আছে। পুলিশ একজনকে ধরলেও আরেকজনকে ধরছে না।
মা শিল্পী খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সন্তান হারানো মা-বাবাকে যখন রাস্তায় দাঁড়াতে হয়, তার মর্মবেদনা আপনারা অনুভব করবেন। আমরা আর এভাবে কাঁদতে চাই না। সন্তানদের নিরাপত্তা চাই। খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন।’
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, নিবির হত্যায় জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী রফিকুল ইসলাম ওরফে মানিক মিয়া ও তাঁর ১৪ বছর বয়সী ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। সে আদালতে জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছে। তারা জেলা কারাগারে আছে। এমনকি আসামিদের বাড়ি থেকে রক্তমাখা বস্তাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাকেও পুলিশ গ্রেপ্তার করবে।
প্রসঙ্গত, জেলা শহরের সালন্দর মাদ্রাসাপাড়ার বাসিন্দা নিবির গত ১৮ এপ্রিল দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। দুই দিন পর ওই এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ঠাকুরগাঁওয়ে ১৩ বছরের কিশোর মো. নিবির শেখ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার মা-বাবাসহ পরিবারের অন্যান্য সদস্য ও এলাকাবাসী। এ সময় বাবা আব্দুস সালাম বাবলু ও মা শিল্পী খাতুন সন্তানের খুনিদের বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন।
গতকাল শুক্রবার শহরের সরকারি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের (টিটিসি) সামনের সড়কে এই মানববন্ধন হয়। এতে আব্দুস সালাম অভিযোগ করেন, তাঁর ছেলেকে ধর্ষণ করা হয়েছে। অ্যাসিড নিক্ষেপ করে দুই চোখ ঝলসে দেওয়ার পাশাপাশি হাত ভেঙে দেওয়া হয়েছে। প্রতিবেশী দুই কিশোর এ হত্যার সঙ্গে জড়িত। এর সব প্রমাণ পুলিশের কাছে আছে। পুলিশ একজনকে ধরলেও আরেকজনকে ধরছে না।
মা শিল্পী খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সন্তান হারানো মা-বাবাকে যখন রাস্তায় দাঁড়াতে হয়, তার মর্মবেদনা আপনারা অনুভব করবেন। আমরা আর এভাবে কাঁদতে চাই না। সন্তানদের নিরাপত্তা চাই। খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন।’
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, নিবির হত্যায় জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী রফিকুল ইসলাম ওরফে মানিক মিয়া ও তাঁর ১৪ বছর বয়সী ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। সে আদালতে জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছে। তারা জেলা কারাগারে আছে। এমনকি আসামিদের বাড়ি থেকে রক্তমাখা বস্তাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাকেও পুলিশ গ্রেপ্তার করবে।
প্রসঙ্গত, জেলা শহরের সালন্দর মাদ্রাসাপাড়ার বাসিন্দা নিবির গত ১৮ এপ্রিল দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। দুই দিন পর ওই এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২২ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫