বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
স্কুল কামাই করে জমি দখলের সংঘর্ষে অংশ নিলেন এক শিক্ষক। পঞ্চগড়ের বোদা উপজেলার সুভা সুজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজার রহমানের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তিনি বর্তমানে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
আজ সোমবার দুপুরে কালিয়াগঞ্জ গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষে চার জন গুরুতর আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, কিসমতপুর বাহাদুর নারায়নী মৌজায় ২২ নং খতিয়ানের ১৯৯৩ দাগের ৩৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন ইউনুস আলীরা। ২০২০ সালে হঠাৎ করেই কালিয়াগঞ্জ এলাকার মৃত রহিমউদ্দিনের ছেলে আজিজার রহমান ও তাঁর পরিবার ওই জমির মালিকানা দাবি করেন। তাঁরা জোটবদ্ধভাবে চাষাবাদ করতে বাধা দেন। ইউনুস আলীর ভাই তছলিম উদ্দিন বাদী হয়ে পঞ্চগড় সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা করেন। গত ২১ নভেম্বর আদালত মামলার রায় দেন।
রায়ে ওই জমির প্রকৃত মালিক হিসেবে ইউনুস আলী ও তাঁর ভাইদের ঘোষণা করা হয়। রায়ের পরিপ্রেক্ষিতে তাঁরা জমিতে ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া শুরু করেন। এ সময় প্রতিপক্ষ স্কুল শিক্ষক আজিজার রহমানের নেতৃত্বে ২০ / ৩০ জন লাঠিয়াল বাহিনী ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় চার জন আহত হয়ে মাটিতে পড়ে থাকেন। পরে তাঁদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সুভা সুজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হবিবর রহমান বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজার রহমান আজ সকালে স্কুলে এসে আবার চলে যান। দুপুরে আরেকবার এসে আবার চলে যান। কোথায় গিয়েছেন তা আমরা জানি না।’
এ বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করা হলে আজিজার রহমান কোনো মন্তব্য করেননি।
বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করলে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ হাসান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
স্কুল কামাই করে জমি দখলের সংঘর্ষে অংশ নিলেন এক শিক্ষক। পঞ্চগড়ের বোদা উপজেলার সুভা সুজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজার রহমানের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তিনি বর্তমানে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
আজ সোমবার দুপুরে কালিয়াগঞ্জ গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষে চার জন গুরুতর আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, কিসমতপুর বাহাদুর নারায়নী মৌজায় ২২ নং খতিয়ানের ১৯৯৩ দাগের ৩৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন ইউনুস আলীরা। ২০২০ সালে হঠাৎ করেই কালিয়াগঞ্জ এলাকার মৃত রহিমউদ্দিনের ছেলে আজিজার রহমান ও তাঁর পরিবার ওই জমির মালিকানা দাবি করেন। তাঁরা জোটবদ্ধভাবে চাষাবাদ করতে বাধা দেন। ইউনুস আলীর ভাই তছলিম উদ্দিন বাদী হয়ে পঞ্চগড় সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা করেন। গত ২১ নভেম্বর আদালত মামলার রায় দেন।
রায়ে ওই জমির প্রকৃত মালিক হিসেবে ইউনুস আলী ও তাঁর ভাইদের ঘোষণা করা হয়। রায়ের পরিপ্রেক্ষিতে তাঁরা জমিতে ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া শুরু করেন। এ সময় প্রতিপক্ষ স্কুল শিক্ষক আজিজার রহমানের নেতৃত্বে ২০ / ৩০ জন লাঠিয়াল বাহিনী ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় চার জন আহত হয়ে মাটিতে পড়ে থাকেন। পরে তাঁদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সুভা সুজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হবিবর রহমান বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজার রহমান আজ সকালে স্কুলে এসে আবার চলে যান। দুপুরে আরেকবার এসে আবার চলে যান। কোথায় গিয়েছেন তা আমরা জানি না।’
এ বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করা হলে আজিজার রহমান কোনো মন্তব্য করেননি।
বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করলে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ হাসান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১১ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
২২ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
২৩ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫