Ajker Patrika

‘কান্নাকাটি করায় বালিশচাপা দিয়ে’ সন্তান হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২৩, ১৭: ২২
‘কান্নাকাটি করায় বালিশচাপা দিয়ে’ সন্তান হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

নীলফামারীতে চার মাস বয়সী এক শিশুকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ওই বাবাকে আটক করেছে। আজ শনিবার সকালে নীলফামারী পৌর শহরের দক্ষিণ হাড়োয়া এলাকার ভাড়াবাড়ি থেকে তাঁকে আটক করা হয়। 

নিহত শিশুটির নাম ইয়াহিয়া খান আপন। আর এ ঘটনায় আটক ব্যক্তি হলেন ওই শিশুর বাবা সৈয়দ জাকারিয়া শেখ (৬৫)। তিনি সৈয়দপুরের সোনাখুলি মুন্সিপাড়া কামিল মাদ্রাসার শিক্ষক। জাকারিয়া শেখের বাড়ি সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের টেক্সটাইল শেখপাড়া এলাকায়। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দুই বছর আগে জাকারিয়া শেখ দ্বিতীয় বিয়ে করেন। চার মাস আগে তাঁদের ঘরে একটি ছেলেসন্তান জন্ম নেয়। কয়েক দিন ধরে অসুস্থ থাকায় শিশুটি রাতে কান্নাকাটি করত। গতকাল শুক্রবার গভীর রাতেও খুব কান্নাকাটি করায় বিরক্ত হন জাকারিয়া। বিরক্ত হয়ে শিশুটির মুখে বালিশচাপা দেন। আর তাতে শ্বাসরোধে মারা যায় শিশুটি। খবর পেয়ে শনিবার সকালে শিশুটির মরদেহ উদ্ধার এবং জাকারিয়াকে আটক করে পুলিশ। 

নিহত শিশুর মা আয়েশা সিদ্দিকা মমতা আজকের পত্রিকাকে বলেন, ‘চার-পাঁচ দিন ধরে ছেলেটা অসুস্থ ছিল। এ জন্য কান্নাকাটি একটু বেশি করছিল। তার বাবা ছেলেটার কান্নাকাটি সহ্য করতে না পেরে মুখে বালিশচাপা দেয়। এ সময় আমি আটকাতে গেলে আমাকেও মারধর করে।’ 

তবে ঢাকায় অবস্থানরত জাকারিয়ার প্রথম স্ত্রীর মেয়ে আয়েশা সিদ্দিকা প্রিয়াঙ্কা আজকের পত্রিকাকে বলেন, ‘গত সপ্তাহে বাবা চিকিৎসার জন্য আমার বাসায় ছিল। তিনি আমার দ্বিতীয় মায়ের হাতে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলা যায়।’ 

এ ঘটনায় নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটিকে তার বাবা হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শিশুটির বাবা জাকারিয়াকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এনসিটিবি: পাঠ্যবইয়ে আবার পরিবর্তন আসছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত