পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় নিখোঁজের তিন দিন পর মিলি বেগম (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ স্বামী মানিক মিয়াকে গ্রেপ্তার করেছে।
আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার পারুল ইউনিয়নের বিরাহীন কুঠিয়ালপাড়া গ্রামে স্বামীর বাড়ির পাশে একটি গর্ত খুঁড়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। স্ত্রী নিখোঁজের জিডি করতে গিয়েই পুলিশের হাতে ধরা পড়েন মানিক মিয়া।
মিলি পার্শ্ববর্তী সেচাকন্দি গ্রামের আসাদ আলীর মেয়ে। তার একটি ১২ বছর বয়সী ছেলে সন্তান রয়েছে। ছেলেটি নানা বাড়িতে থাকে।
এর আগে গত বুধবার (১ জুন) রাত থেকে মিলি বেগম নিখোঁজ হন বলে প্রচার চালান মানিক মিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত ১টা থেকে মিলি বেগমের খোঁজ মিলছে না বলে প্রচার চালান মানিক মিয়া। বৃহস্পতিবার মিলি বেগমকে খোঁজার নাম করে বাড়ি থেকে পালিয়ে যান তাঁর ভাশুর তৌহিদ মিয়া, শাশুড়ি রোকেয়া বেগম ও জা (ভাশুরের স্ত্রী) লাকি বেগম। এরপর আজ দুপুরে মিলির বাবাকে সঙ্গে নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য যান মানিক।
মানিক থানায় অবস্থানকালীনই তাঁর বাড়ির পাশে পুকুর পাড়ে একটি গর্ত থেকে একজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে প্রাথমিক অনুসন্ধান চালানোর পর মানিককে পুলিশ হেফাজতে রাখা হয়। মানিক মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলি বেগমকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। মানিক তাঁর বাড়ির লোকজনের সহায়তায় বাড়ির পাশে একটি পুকুর পাড়ে গর্ত খুঁড়ে মরদেহের শরীরে লবণ মাখিয়ে পুঁতে রাখে।
মিলির বাবা আসাদ আলী বলেন, ‘মানিক সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেন। এ বিয়ে বৈধ করতে সে প্রায়ই মিলিকে কাগজে স্বাক্ষর দিতে চাপাচাপি করতে থাকেন। এ নিয়ে মিলি আমার বাড়িতে চলে যায়। বুধবার তাকে ডেকে এসে এভাবে হত্যা করল। আমি আমার মেয়ে হত্যাকারীর ফাঁসি চাই।’
এ বিষয়ে পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মানিক মিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।’
রংপুরের পীরগাছায় নিখোঁজের তিন দিন পর মিলি বেগম (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ স্বামী মানিক মিয়াকে গ্রেপ্তার করেছে।
আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার পারুল ইউনিয়নের বিরাহীন কুঠিয়ালপাড়া গ্রামে স্বামীর বাড়ির পাশে একটি গর্ত খুঁড়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। স্ত্রী নিখোঁজের জিডি করতে গিয়েই পুলিশের হাতে ধরা পড়েন মানিক মিয়া।
মিলি পার্শ্ববর্তী সেচাকন্দি গ্রামের আসাদ আলীর মেয়ে। তার একটি ১২ বছর বয়সী ছেলে সন্তান রয়েছে। ছেলেটি নানা বাড়িতে থাকে।
এর আগে গত বুধবার (১ জুন) রাত থেকে মিলি বেগম নিখোঁজ হন বলে প্রচার চালান মানিক মিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত ১টা থেকে মিলি বেগমের খোঁজ মিলছে না বলে প্রচার চালান মানিক মিয়া। বৃহস্পতিবার মিলি বেগমকে খোঁজার নাম করে বাড়ি থেকে পালিয়ে যান তাঁর ভাশুর তৌহিদ মিয়া, শাশুড়ি রোকেয়া বেগম ও জা (ভাশুরের স্ত্রী) লাকি বেগম। এরপর আজ দুপুরে মিলির বাবাকে সঙ্গে নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য যান মানিক।
মানিক থানায় অবস্থানকালীনই তাঁর বাড়ির পাশে পুকুর পাড়ে একটি গর্ত থেকে একজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে প্রাথমিক অনুসন্ধান চালানোর পর মানিককে পুলিশ হেফাজতে রাখা হয়। মানিক মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলি বেগমকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। মানিক তাঁর বাড়ির লোকজনের সহায়তায় বাড়ির পাশে একটি পুকুর পাড়ে গর্ত খুঁড়ে মরদেহের শরীরে লবণ মাখিয়ে পুঁতে রাখে।
মিলির বাবা আসাদ আলী বলেন, ‘মানিক সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেন। এ বিয়ে বৈধ করতে সে প্রায়ই মিলিকে কাগজে স্বাক্ষর দিতে চাপাচাপি করতে থাকেন। এ নিয়ে মিলি আমার বাড়িতে চলে যায়। বুধবার তাকে ডেকে এসে এভাবে হত্যা করল। আমি আমার মেয়ে হত্যাকারীর ফাঁসি চাই।’
এ বিষয়ে পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মানিক মিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১৯ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫