Ajker Patrika

বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার পর গর্তে পুঁতে রাখেন স্বামী

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ জুন ২০২২, ১৮: ১৪
বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার পর গর্তে পুঁতে রাখেন স্বামী

রংপুরের পীরগাছায় নিখোঁজের তিন দিন পর মিলি বেগম (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ স্বামী মানিক মিয়াকে গ্রেপ্তার করেছে। 

আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার পারুল ইউনিয়নের বিরাহীন কুঠিয়ালপাড়া গ্রামে স্বামীর বাড়ির পাশে একটি গর্ত খুঁড়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। স্ত্রী নিখোঁজের জিডি করতে গিয়েই পুলিশের হাতে ধরা পড়েন মানিক মিয়া। 

মিলি পার্শ্ববর্তী সেচাকন্দি গ্রামের আসাদ আলীর মেয়ে। তার একটি ১২ বছর বয়সী ছেলে সন্তান রয়েছে। ছেলেটি নানা বাড়িতে থাকে। 

এর আগে গত বুধবার (১ জুন) রাত থেকে মিলি বেগম নিখোঁজ হন বলে প্রচার চালান মানিক মিয়া। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত ১টা থেকে মিলি বেগমের খোঁজ মিলছে না বলে প্রচার চালান মানিক মিয়া। বৃহস্পতিবার মিলি বেগমকে খোঁজার নাম করে বাড়ি থেকে পালিয়ে যান তাঁর ভাশুর তৌহিদ মিয়া, শাশুড়ি রোকেয়া বেগম ও জা (ভাশুরের স্ত্রী) লাকি বেগম। এরপর আজ দুপুরে মিলির বাবাকে সঙ্গে নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য যান মানিক। 

মিলি বেগম (৩০)। ছবি: সংগৃহীতমানিক থানায় অবস্থানকালীনই তাঁর বাড়ির পাশে পুকুর পাড়ে একটি গর্ত থেকে একজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। 

খবর পেয়ে প্রাথমিক অনুসন্ধান চালানোর পর মানিককে পুলিশ হেফাজতে রাখা হয়। মানিক মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলি বেগমকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। মানিক তাঁর বাড়ির লোকজনের সহায়তায় বাড়ির পাশে একটি পুকুর পাড়ে গর্ত খুঁড়ে মরদেহের শরীরে লবণ মাখিয়ে পুঁতে রাখে। 

মিলির বাবা আসাদ আলী বলেন, ‘মানিক সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেন। এ বিয়ে বৈধ করতে সে প্রায়ই মিলিকে কাগজে স্বাক্ষর দিতে চাপাচাপি করতে থাকেন। এ নিয়ে মিলি আমার বাড়িতে চলে যায়। বুধবার তাকে ডেকে এসে এভাবে হত্যা করল। আমি আমার মেয়ে হত্যাকারীর ফাঁসি চাই।’ 

এ বিষয়ে পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মানিক মিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত