বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে ভুট্টা চুরির অপবাদে নজরুল ইসলাম (৪০) নামের এক মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। নিহত যুবক উপজেলার শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া গ্রামের আব্দুর রফিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বেলা ১১টার দিকে নজরুল ইসলাম পার্শ্ববর্তী রাঙ্গালীপাড়া এলাকায় বিভিন্ন মানুষের ভুট্টাখেতে ফেলে যাওয়া ভুট্টা কুড়িয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তাঁতিপাড়া আমবাগানসংলগ্ন এলাকায় একই এলাকার আবদুল হানিফার ছেলে ইয়াসিনের ভুট্টাখেতের পাশ দিয়ে আসার সময় নজরুলকে ভুট্টা চুরির অপবাদ দিয়ে মারধর শুরু করেন। মারধর সহ্য করতে না পেরে নজরুল বাড়িতে এসে লুকিয়ে পড়েন। কিন্তু ইয়াসিন তাঁর বাড়িতে ঢুকে তাঁকে বেধড়ক মারধর করে আহত অবস্থায় ফেলে চলে যান।
নজরুলের মা ঘটনাটি এলাকাবাসীকে জানালে তাঁরা তাৎক্ষণিক স্থানীয় ঝাড়বাড়ি বাজারের পল্লিচিকিৎসকের মাধ্যমে নজরুলের চিকিৎসার ব্যবস্থা করেন। পরে গতকাল রোববার অবস্থার অবনতি হলে নজরুলকে দ্রুত দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আজ সোমবার সকাল ৮টায় আহত নজরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তাঁর মরদেহ দুপুরে ঝাড়বাড়িতে আনা হলে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় অভিযুক্ত ইয়াসিনকে আটক ও তাঁর বিচারের দাবিতে উত্তেজিত জনতা ঝাড়বাড়ি বাজার অবরোধ করেন।
খবর পেয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার, উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে দোষীকে আটক ও মামলার আশ্বাস দিলে উত্তেজিত জনতা শান্ত হয়ে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন।
প্রতিবেশী আবু তালেব ও তাঁর স্ত্রী নাজমা বলেন, ‘আমাদের সামনেই ইয়াসিন নজরুলকে মারধর করে।’
আবদুল মান্নান নামের স্থানীয় আরেক বাসিন্দা বলেন, ইয়াসিন আলী শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান মতির মামাতো ভাই। তিনি প্রভাবশালী হওয়ায় তাঁর পক্ষে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতারা বিষয়টি মীমাংসা ও ধামাচাপা দেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন।
বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। নিহত ব্যক্তির স্বজনেরা লিখিত অভিযোগ দিলেই মামলা রুজু করা হবে।
দিনাজপুরের বীরগঞ্জে ভুট্টা চুরির অপবাদে নজরুল ইসলাম (৪০) নামের এক মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। নিহত যুবক উপজেলার শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া গ্রামের আব্দুর রফিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বেলা ১১টার দিকে নজরুল ইসলাম পার্শ্ববর্তী রাঙ্গালীপাড়া এলাকায় বিভিন্ন মানুষের ভুট্টাখেতে ফেলে যাওয়া ভুট্টা কুড়িয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তাঁতিপাড়া আমবাগানসংলগ্ন এলাকায় একই এলাকার আবদুল হানিফার ছেলে ইয়াসিনের ভুট্টাখেতের পাশ দিয়ে আসার সময় নজরুলকে ভুট্টা চুরির অপবাদ দিয়ে মারধর শুরু করেন। মারধর সহ্য করতে না পেরে নজরুল বাড়িতে এসে লুকিয়ে পড়েন। কিন্তু ইয়াসিন তাঁর বাড়িতে ঢুকে তাঁকে বেধড়ক মারধর করে আহত অবস্থায় ফেলে চলে যান।
নজরুলের মা ঘটনাটি এলাকাবাসীকে জানালে তাঁরা তাৎক্ষণিক স্থানীয় ঝাড়বাড়ি বাজারের পল্লিচিকিৎসকের মাধ্যমে নজরুলের চিকিৎসার ব্যবস্থা করেন। পরে গতকাল রোববার অবস্থার অবনতি হলে নজরুলকে দ্রুত দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আজ সোমবার সকাল ৮টায় আহত নজরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তাঁর মরদেহ দুপুরে ঝাড়বাড়িতে আনা হলে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় অভিযুক্ত ইয়াসিনকে আটক ও তাঁর বিচারের দাবিতে উত্তেজিত জনতা ঝাড়বাড়ি বাজার অবরোধ করেন।
খবর পেয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার, উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে দোষীকে আটক ও মামলার আশ্বাস দিলে উত্তেজিত জনতা শান্ত হয়ে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন।
প্রতিবেশী আবু তালেব ও তাঁর স্ত্রী নাজমা বলেন, ‘আমাদের সামনেই ইয়াসিন নজরুলকে মারধর করে।’
আবদুল মান্নান নামের স্থানীয় আরেক বাসিন্দা বলেন, ইয়াসিন আলী শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান মতির মামাতো ভাই। তিনি প্রভাবশালী হওয়ায় তাঁর পক্ষে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতারা বিষয়টি মীমাংসা ও ধামাচাপা দেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন।
বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। নিহত ব্যক্তির স্বজনেরা লিখিত অভিযোগ দিলেই মামলা রুজু করা হবে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫