Ajker Patrika

সাবেক স্বামীর বাড়িতে এসে স্ত্রীর রহস্যজনক মৃত্যু 

প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ) 
সাবেক স্বামীর বাড়িতে এসে স্ত্রীর রহস্যজনক মৃত্যু 

সিরাজগঞ্জের তাড়াশে এক প্রবাসীর তালাকপ্রাপ্ত স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত শুক্রবার গভীর রাতে তাড়াশ পৌর এলাকার জাহাঙ্গীরগাতী গ্রামের প্রবাস ফেরত স্বামীর বাড়িতে এ মৃত্যুর ঘটনা ঘটে। 

রোজিনা খাতুন ওই গ্রামের মৃত গোলাপ সরকারের ছেলে প্রবাস ফেরত নাজিম উদ্দিনের তালাকপ্রাপ্ত স্ত্রী ও তাড়াশ পৌর এলাকার তাড়াশ দক্ষিণ পাড়ার মৃত মোসলেম উদ্দিনের মেয়ে। 

আজ শনিবার সকাল ১০টার দিকে তাড়াশ থানা-পুলিশ প্রবাস ফেরত নাজিম উদ্দিনের বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক নিশ্চিত করেছেন। 

পুলিশ জানান, গত বৃহস্পতিবার প্রবাস ফেরত নাজিম উদ্দিনের তালাকপ্রাপ্ত স্ত্রী তাঁর বাড়িতে আসে এবং সেখানে অবস্থান করছিলেন। কিন্তু শুক্রবার রাতে রোজিনার নাজিম উদ্দিনের বাড়ির বারান্দার ধরনার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশীরা থানা-পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ শনিবার সকালে গৃহবধূর মরদেহ উদ্ধার করেন। 

গৃহবধূর ভাই শহিদুল ইসলাম জানান, বছর দু-এক আগে তাদের বোন রোজিনা খাতুনের প্রবাস ফেরত স্বামী নাজিম উদ্দিনের সঙ্গে বনিবনা না হওয়ায় তালাক হয়ে যায়। এ ছাড়া তাদের ঘরে প্রতিবন্ধী একটি কন্যা সন্তান রয়েছে। এ সময় উভয় পরিবারের লোকজনের মাধ্যমে গৃহবধূকে দেনমোহর ও প্রতিবন্ধী সন্তানের লালন ও পালনের জন্য ৫ লাখ টাকা প্রদানের মাধ্যমে বিষয়টি সুরাহা হয়। 

পরে গত বৃহস্পতিবার রোজিনার সাবেক স্বামী তাকে নিয়ে আবার সংসার করার ইচ্ছা ব্যক্ত করে তার বাড়িতে আসার জন্য বলেন। সেখানে রোজিনা যাওয়ার পর পূর্বের তালাকের সময় দেওয়া  ৫ লাখ টাকা ফেরত দিলে তাকে নিয়ে সংসার করা হবে এ রকম বিষয় নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।  গতকাল শুক্রবার রাতে রোজিনা ঝুলন্ত মরদেহ প্রবাস ফেরত নাজিমের বাড়িতে পাওয়া যায়। রোজিনার ভাইদের দাবি তাদের বোনকে টাকার জন্য পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। 

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি ফজলে আশিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত