নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণ চেষ্টার অভিযোগে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে নগরীর নিউমার্কেট এলাকায় এই ঘটনা ঘটেছে।
ওই ব্যাংক কর্মকর্তার নাম মারুফ হাসান (৪০)। তিনি একটি বেসরকারি ব্যাংকের ময়মনসিংহ শাখায় জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কর্মরত। উপশহরের এক নম্বর সেক্টরে তিনি বাড়ি করে বসবাস করেন। তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার মুগাইপাড়া গ্রামে।
আটক দুজন হলেন রাজশাহীর পবা উপজেলার বেতকুড়ি গ্রামের মাসুদ মাবুদ সরকার অনিক (২৩) ও রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বোষপাড়া তেঁতুলতলা এলাকার সাকিবুল ইসলাম স্বাধীন (২১)।
অপহরণ চেষ্টার ঘটনায় ব্যাংক কর্মকর্তা মারুফ রাতেই বোয়ালিয়া থানায় মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, আসামি মাসুদ মাবুদ সরকার অনিক তাঁর পূর্বপরিচিত। শনিবার রাতে তিনি বাসায় এসে ডাকাডাকি করেন। ডাকাডাকি শুনে মারুফ নিচে নেমে আসেন। এরপর মাসুদ মাবুদ তাঁকে উপশহর নিউমার্কেট মোড়ে নিয়ে যান।
সেখানে যাওয়ার পর মাসুদ রানা, সাকিবুল ইসলাম স্বাধীনসহ অজ্ঞাতপরিচয় আসামিরা তাঁকে ঘিরে ধরেন। তাঁরা ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন। মারুফ টাকা দিতে পারবেন না বললে আসামিরা তাঁকে মারধর করেন। পরে তাঁকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।
এ সময় আশপাশের লোকজন ও পথচারীরা দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। তখন টহল পুলিশ গিয়ে আসামিদের হাত থেকে তাঁকে উদ্ধার করে। পরে মাসুদ মাবুদ ও সাকিবুল ইসলামকে আটক করে পুলিশ। এদিকে পুলিশের সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন মারুফ।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, অপহরণ চেষ্টার ঘটনায় ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা থানায় মামলা করেছেন। মামলার দুই আসামিকে আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাজশাহীতে এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণ চেষ্টার অভিযোগে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে নগরীর নিউমার্কেট এলাকায় এই ঘটনা ঘটেছে।
ওই ব্যাংক কর্মকর্তার নাম মারুফ হাসান (৪০)। তিনি একটি বেসরকারি ব্যাংকের ময়মনসিংহ শাখায় জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কর্মরত। উপশহরের এক নম্বর সেক্টরে তিনি বাড়ি করে বসবাস করেন। তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার মুগাইপাড়া গ্রামে।
আটক দুজন হলেন রাজশাহীর পবা উপজেলার বেতকুড়ি গ্রামের মাসুদ মাবুদ সরকার অনিক (২৩) ও রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বোষপাড়া তেঁতুলতলা এলাকার সাকিবুল ইসলাম স্বাধীন (২১)।
অপহরণ চেষ্টার ঘটনায় ব্যাংক কর্মকর্তা মারুফ রাতেই বোয়ালিয়া থানায় মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, আসামি মাসুদ মাবুদ সরকার অনিক তাঁর পূর্বপরিচিত। শনিবার রাতে তিনি বাসায় এসে ডাকাডাকি করেন। ডাকাডাকি শুনে মারুফ নিচে নেমে আসেন। এরপর মাসুদ মাবুদ তাঁকে উপশহর নিউমার্কেট মোড়ে নিয়ে যান।
সেখানে যাওয়ার পর মাসুদ রানা, সাকিবুল ইসলাম স্বাধীনসহ অজ্ঞাতপরিচয় আসামিরা তাঁকে ঘিরে ধরেন। তাঁরা ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন। মারুফ টাকা দিতে পারবেন না বললে আসামিরা তাঁকে মারধর করেন। পরে তাঁকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।
এ সময় আশপাশের লোকজন ও পথচারীরা দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। তখন টহল পুলিশ গিয়ে আসামিদের হাত থেকে তাঁকে উদ্ধার করে। পরে মাসুদ মাবুদ ও সাকিবুল ইসলামকে আটক করে পুলিশ। এদিকে পুলিশের সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন মারুফ।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, অপহরণ চেষ্টার ঘটনায় ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা থানায় মামলা করেছেন। মামলার দুই আসামিকে আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২০ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
২২ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
২৩ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫