Ajker Patrika

রাজশাহীতে ব্যাংক কর্মকর্তাকে অপহরণের চেষ্টা, আটক ২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে ব্যাংক কর্মকর্তাকে অপহরণের চেষ্টা, আটক ২

রাজশাহীতে এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণ চেষ্টার অভিযোগে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে নগরীর নিউমার্কেট এলাকায় এই ঘটনা ঘটেছে।

ওই ব্যাংক কর্মকর্তার নাম মারুফ হাসান (৪০)। তিনি একটি বেসরকারি ব্যাংকের ময়মনসিংহ শাখায় জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কর্মরত। উপশহরের এক নম্বর সেক্টরে তিনি বাড়ি করে বসবাস করেন। তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার মুগাইপাড়া গ্রামে।

আটক দুজন হলেন রাজশাহীর পবা উপজেলার বেতকুড়ি গ্রামের মাসুদ মাবুদ সরকার অনিক (২৩) ও রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বোষপাড়া তেঁতুলতলা এলাকার সাকিবুল ইসলাম স্বাধীন (২১)।

অপহরণ চেষ্টার ঘটনায় ব্যাংক কর্মকর্তা মারুফ রাতেই বোয়ালিয়া থানায় মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, আসামি মাসুদ মাবুদ সরকার অনিক তাঁর পূর্বপরিচিত। শনিবার রাতে তিনি বাসায় এসে ডাকাডাকি করেন। ডাকাডাকি শুনে মারুফ নিচে নেমে আসেন। এরপর মাসুদ মাবুদ তাঁকে উপশহর নিউমার্কেট মোড়ে নিয়ে যান।

সেখানে যাওয়ার পর মাসুদ রানা, সাকিবুল ইসলাম স্বাধীনসহ অজ্ঞাতপরিচয় আসামিরা তাঁকে ঘিরে ধরেন। তাঁরা ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন। মারুফ টাকা দিতে পারবেন না বললে আসামিরা তাঁকে মারধর করেন। পরে তাঁকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।

এ সময় আশপাশের লোকজন ও পথচারীরা দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। তখন টহল পুলিশ গিয়ে আসামিদের হাত থেকে তাঁকে উদ্ধার করে। পরে মাসুদ মাবুদ ও সাকিবুল ইসলামকে আটক করে পুলিশ। এদিকে পুলিশের সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন মারুফ।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, অপহরণ চেষ্টার ঘটনায় ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা থানায় মামলা করেছেন। মামলার দুই আসামিকে আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত