Ajker Patrika

উল্লাপাড়ায় মূর্তিসহ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
উল্লাপাড়ায় মূর্তিসহ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় পিতলের মূর্তিসহ প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে দুইটি পিতলের মূর্তিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের তথ্য মতে নাটোরের সিংড়া এলাকায় অভিযান পরিচালনা করে আরও তিনটি মূর্তিসহ দুজনকে গ্রেপ্তার করে সলঙ্গা থানা-পুলিশ। 

আটককৃতরা হলো, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পারসধাইল গ্রামের জালাল উদ্দিনের ছেলে আজাদ মিয়া (৩০), মানিকগঞ্জের সিংরাইল থানার কামুরা গ্রামের মৃত ইব্রাহিম মোল্লার ছেলে আজাহার আলী (৪৭), নাটোরের সিংড়া উপজেলার পিতালসুন্দরী পাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মকুল (৩৬) ও একই উপজেলার গিরবতি আবাসনের মৃত সভাব আলীর ছেলে আব্দুল লতিফ (৩৮)। 

মূর্তিসহ প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে সলঙ্গা থানা-পুলিশ

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী আজকের পত্রিকাকে জানান, সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক জাকেরিয়া ও উপপরিদর্শক কেষ সজীবের নেতৃত্বে হাটিকুরুল ও নাটোরের সিংড়া থেকে প্রতারক চক্রের ৪ সদস্যসহ ৫টি পিতলের মূর্তিসহ আটক করা হয়। এ সময় মূর্তি ক্রয় বিক্রয়ের ৫৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত