প্রতিনিধি, বগুড়া
বগুড়ায় ১৪টি মাদক মামলার আসামী হেনা বেগমকে (৪৩) গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাতে শহরের চকসূত্রাপুর এলাকার নিজ বাড়ি থেকে হেনাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে ২০ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।
পুলিশ জানান, শহরের নিয়মিত টহল দল জানতে পারে হেনার বাড়িতে মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ হেনাকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া সদর থানার এসআই জহুরুল ইসলাম বলেন, হেনা বেগম পেশাদার মাদক ব্যবসায়ী। ২০১৩ সালে থেকে এ পর্যন্ত হেনার নামে ১৪টি মাদক মামলা নথিভুক্ত হয়েছে। গতকাল বুধবার তার বাড়িতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বাদী হয়ে প্রচলিত মাদক আইনে হেনার বিরুদ্ধে ১৫তম মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ জানান, হেনার বিরুদ্ধে ১৫তম মামলাটি নথিভুক্ত হয়েছে। তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বগুড়ায় ১৪টি মাদক মামলার আসামী হেনা বেগমকে (৪৩) গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাতে শহরের চকসূত্রাপুর এলাকার নিজ বাড়ি থেকে হেনাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে ২০ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।
পুলিশ জানান, শহরের নিয়মিত টহল দল জানতে পারে হেনার বাড়িতে মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ হেনাকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া সদর থানার এসআই জহুরুল ইসলাম বলেন, হেনা বেগম পেশাদার মাদক ব্যবসায়ী। ২০১৩ সালে থেকে এ পর্যন্ত হেনার নামে ১৪টি মাদক মামলা নথিভুক্ত হয়েছে। গতকাল বুধবার তার বাড়িতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বাদী হয়ে প্রচলিত মাদক আইনে হেনার বিরুদ্ধে ১৫তম মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ জানান, হেনার বিরুদ্ধে ১৫তম মামলাটি নথিভুক্ত হয়েছে। তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
৪ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
১১ দিন আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে ডাকাতদের হামলার ঘটনায় ডাকাত দলের প্রধান রিপনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা ও গাজীপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৫ দিন আগেনরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫