Ajker Patrika

বগুড়ায় ১৪ মামলার আসামী হেনা গ্রেপ্তার

প্রতিনিধি, বগুড়া
বগুড়ায় ১৪ মামলার আসামী হেনা গ্রেপ্তার

বগুড়ায় ১৪টি মাদক মামলার আসামী হেনা বেগমকে (৪৩) গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা পুলিশ। 

গতকাল বুধবার দিবাগত রাতে শহরের চকসূত্রাপুর এলাকার নিজ বাড়ি থেকে হেনাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে ২০ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।   

পুলিশ জানান, শহরের নিয়মিত টহল দল জানতে পারে হেনার বাড়িতে মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ হেনাকে গ্রেপ্তার করা হয়। 

বগুড়া সদর থানার এসআই জহুরুল ইসলাম বলেন, হেনা বেগম পেশাদার মাদক ব্যবসায়ী। ২০১৩ সালে থেকে এ পর্যন্ত হেনার নামে ১৪টি মাদক মামলা নথিভুক্ত হয়েছে। গতকাল বুধবার তার বাড়িতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বাদী হয়ে প্রচলিত মাদক আইনে হেনার বিরুদ্ধে ১৫তম মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ জানান, হেনার বিরুদ্ধে ১৫তম মামলাটি নথিভুক্ত হয়েছে। তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

তিন ভোটে দায়িত্ব পালনকারীদের ‘যথাসম্ভব’ দূরে রাখতে হবে

‘ম্যামের মুখটা দেখলাম, মনে হলো—শুয়ে আছেন, কিছুই হয়নি তাঁর’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত