Ajker Patrika

লালপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের টাকা আত্মসাতের অভিযোগ

প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২১, ১০: ১৮
লালপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের টাকা আত্মসাতের অভিযোগ

লালপুর (নাটোর): নাটোরের লালপুরের আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফার বিরুদ্ধে ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া ভিজিএফের নগদ অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। 
 
২০২০-২০২১ অর্থবছরের গরিব, দুস্থ ও অসহায় ৫০০ জনের মধ্যে উপজেলার আড়বাব ইউনিয়ন পরিষদে ৫০০ টাকা করে ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। তালিকায় ৫০০ জনের নাম থাকলেও তাঁদের মধ্যে ৫১ জনের টাকা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। 

এ ছাড়া একই সময়ে আরও ১ হাজার ৫৪১ জনের প্রত্যেককে ৪৫০ টাকা করে বিতরণ করা হয়েছে বলে যে তালিকা রয়েছে, সেখান থেকে ৭৭ জনকে টাকা দেওয়া হয়নি বলেও জানা গেছে। 

প্রাপ্য টাকা না দিয়ে আত্মসাৎ করার অভিযোগ এনে ঢাকা মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন এসব ভুক্তভোগী। নাটোরের জেলা প্রশাসক ও লালপুর থানা নির্বাহী অফিসারকেও তাঁরা অভিযোগের অনুলিপি প্রদান করেছেন। 

আড়বাব ইউনিয়নের হাবিবপুর গ্রামের ভুক্তভোগী মোহাম্মদ আলী বলেন, তালিকায় নাম থাকলেও তিনি কোনো টাকা পাননি। আড়বাব ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাড়িতে লোকজন নিয়ে এসে টাকা পেয়েছি মর্মে জোরপূর্বক কাগজে স্বাক্ষর করে নিয়েছেন। এসব কথা কাউকে না বলতে বিভিন্নভাবে হুমকি দিয়ে গেছেন চেয়ারম্যান। 

আড়বাব ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, একটি মহল তাঁর মান ক্ষুণ্ন করতে ষড়যন্ত্রমূলকভাবে এ ধরনের অভিযোগ করেছে। কোনো অনিয়ম হয়নি। 
 
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার অভিযোগের অনুলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, ভুক্তভোগীরা যেহেতু দুর্যোগ ব্যবস্থাপনা উপপরিচালক বরাবর অভিযোগ দিয়েছেন, তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশানুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফার বিরুদ্ধে ৭৭ জনের টাকা না পাওয়ার অভিযোগের অনুলিপি পেয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত