Ajker Patrika

নওগাঁয় আইজিপি সেজে প্রতারণা, যুবকের ৩ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নওগাঁয় আইজিপি সেজে প্রতারণা, যুবকের ৩ বছরের কারাদণ্ড

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সেজে প্রতারণা করা মামলায় আমিরুল ইসলাম ওরফে আমিনুল (২৬) নামে এক যুবককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অন্যথায় আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত আমিরুল ইসলাম ওরফে আমিনুল (২৬) নওগাঁ সদর উপজেলার খাগড়া জেলেপাড়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণাকালে আদালতে উপস্থিত ছিলেন তিনি। 

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২১ সালে আমিরুল একটি মোবাইল নম্বর থেকে তৎকালীন পুলিশ প্রধান বেনজীর আহমেদের নামে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খোলেন। অ্যাকাউন্টে আইজিপির ছবিও ব্যবহার করা হয়। ওই হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে প্রতারণা করছিলেন তিনি। 

বিষয়টি জানতে পেরে একই বছরের ২১ আগস্ট নওগাঁ সদর থানা-পুলিশের একটি দল আমিরুলকে আটক করে। এ সময় তাঁর মোবাইলে আইজিপির নামে খোলা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পাওয়া যায়। পরে তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা দায়ের করে পুলিশ। 

ইসমত আরা আরও বলেন, মামলার সাক্ষীদের সাক্ষ্য এবং ডিজিটাল ফরেনসিক রিপোর্টে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই তাঁকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন আদালত। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত