Ajker Patrika

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২২, ১৮: ৩৬
যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে স্ত্রী লিজা আক্তারকে (২০) হত্যার দায়ে স্বামী মো. রিয়াজ উদ্দিনকে (৩৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিয়াজ উদ্দিন ঘাটাইলের গারো বাজার এলাকার বশির উদ্দিনের ছেলে। তিনি জামিনে থাকার পর থেকে পলাতক রয়েছেন। 

মৃত লিজা আক্তার ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর গ্রামের আব্দুল কদ্দুসের মেয়ে। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আলী আহমদ বলেন, যৌতুকের জন্য রিয়াজ উদ্দিন ২০০৯ সালের ১০ আগস্ট তাঁর স্ত্রী লিজা আক্তারকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় লিজাকে প্রথমে ফুলবাড়িয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ২৭ আগস্ট মারা যান তিনি। 

ঘটনার পর লিজার ভাই আজাহার আলী বাদী হয়ে ২০০৯ সালের ১৯ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. সুলতান ওই বছর ২০ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। 

পিপি আরও বলেন, মামলায় ১৫ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। আসামি রিয়াজের অনুপস্থিতেই রায় ঘোষণা করেন আদালত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত