Ajker Patrika

ভারতে পাচারের চেষ্টাকালে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ গ্রেপ্তার ৩ 

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১৫: ০১
ভারতে পাচারের চেষ্টাকালে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ গ্রেপ্তার ৩ 

বগুড়ার শেরপুর উপজেলায় কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি ভারতে পাচারের চেষ্টাকালে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ শনিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার বিকেলে শেরপুর উপজেলার টাউন বারোয়ারী তিন রাস্তার মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া সদরের নাটাইপাড়া এলাকার দীপক কুমার রায় (৪০), ঠেংগামারা বালাপাড়া গ্রামের আমিনুল ইসলাম (৩৮) ও শেরপুর উপজেলার কদিমুকন্দ গ্রামের মনিন্দ্রনাথ সরকার (৫৮)।

জানা গেছে, গোপনে ভারতে পাচারের চেষ্টাকালে বিষ্ণুমূর্তিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি। বিষ্ণুমূর্তিগুলোর মেট ওজন ৯৯ কেজি। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শেরপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-এর খ-এর ১ (ক) ধারায় মামলা দায়ের করেন জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম খলিফা। আজ শনিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। মামলায় আরও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এ বিষয়ে শাহ আলম খলিফা জানান, শেরপুরে অবৈধ অস্ত্র, চোরাচালানবিরোধীসহ বিশেষ অভিযান পরিচালনা করছিল ডিবি পুলিশের একটি টিম। ওই সময় গোপন খবরে তারা জানতে পারে, ওই উপজেলার টাউন বারোয়ারী তিন রাস্তার মোড়ে কয়েকজন কষ্টিপাথরের মূর্তি হেফাজতে নিয়ে অবস্থান করছেন। কষ্টিপাথরটি ভারতে পাচার করা হবে। খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বিষ্ণুমূর্তিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন পালিয়ে যান।

শাহ আলম খলিফা আরও বলেন, কষ্টিপাথরসহ গ্রেপ্তার হওয়া ও পালিয়ে যাওয়া সবাই চোরাকারবারি। মূর্তিটি ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল। উদ্ধারকৃত কষ্টিপাথরের ওজন ৯৯ কেজি, দৈর্ঘ্য ৪৭ ইঞ্চি এবং প্রস্থ ২১ ইঞ্চি। এর বর্তমান বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।

জেলা ডিবি পুলিশের ইনচার্জ সাইহান ওলিউল্লাহ বলেন, বিশেষ অভিযান পরিচালনার সময় কষ্টিপাথরের মূর্তিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পলাতকদের ধরতে অভিযান চলছে। 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেন, ডিবির অভিযানে বিষ্ণুমূর্তিসহ গ্রেপ্তার হওয়া তিনজনের নামে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত