Ajker Patrika

বেগুনের ভেতর মিলল ১০ লাখ টাকার হেরোইন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বেগুনের ভেতর মিলল ১০ লাখ টাকার হেরোইন

রাজশাহীতে প্রায় ১০ লাখ টাকার হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম রুহুল আমিন (৪৩)। তাঁর কাছে থাকা দুটি বেগুনের ভেতর থেকে বিশেষ কায়দায় রাখা ১০৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। 

আজ শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানিয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে র‍্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। 

রুহুলের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্ত সংলগ্ন চর ভুবনপাড়া গ্রামে। 

জব্দ করা হেরোইনর‍্যাব জানায়, বেগুনের ভেতরের অংশ কেটে ফেলে তার ভেতরে হেরোইন ঢুকিয়ে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুহুলকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থাকা ব্যাগের ভেতর থেকে দুটি বেগুন বের করে দেখা যায়, বিশেষ কায়দায় ভেতরে রাখা হয়েছে হেরোইন। যার আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা। 

র‍্যাব জানায়, এ ঘটনায় রুহুলের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত