Ajker Patrika

নন্দীগ্রামে শিশু ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২৩, ১৬: ৪৫
নন্দীগ্রামে শিশু ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল শুক্রবার ঢাকা জেলার সাভার ও গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বুড়ইল ইউনিয়নের বাবু হোসেনের ছেলে বাদল হোসেন (২৬) ও বুদ্ধি হোসেনের ছেলে বায়েজিদ হোসেন (১৯)। 

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা আনুমানিক সাড়ে ৩টার দিকে ঝড়ের সময় ৯ বছরের শিশুটি আম কুড়ানোর পর বাড়িতে ফিরছিল। এ সময় তিনজন মিলে শিশুটিকে একটি পুকুর পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। ওই ঘটনায় তার মা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। 

নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ইতিমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামি সৌরভ হোসেনকে (১৯) গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত