Ajker Patrika

জয়পুরহাটে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আটক ৫

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ১৮: ৫৫
জয়পুরহাটে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আটক ৫

জয়পুরহাট: ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে পাঁচজনকে আটক করেছে জয়পুরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বুধবার বিকেলে জেলা শহরের রেলস্টেশন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটকরা হলেন, জয়পুরহাট পৌরসভার শান্তিনগর মহল্লার মৃত মোবারক আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৫), আদর্শপাড়া মহল্লার আবদুল হামিদের ছেলে আবদুল মমিন (৩২), তেঘর মহল্লার আব্দুল ওহাবের ছেলে রাকিবুল হাসান (২৪), সগুনা মহল্লার আসলাম হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৬) এবং সবুজ নগর মহল্লার মোসলেম হোসেনের ছেলে মশিউর রহমান (৪২)।

জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটকরা বিভিন্ন ভুয়া জাতীয়পত্র ব্যবহার করে দীর্ঘদিন থেকে অনলাইনে কাউন্টারের টিকিট কালোবাজারি করে আসছিলেন। এ ক্ষেত্রে টিকিটের দাম ধরা হতো দ্বিগুণ। গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বুধবার বিকেলে শহরের রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। সেই সঙ্গে কালোবাজারি করা ৪২টি টিকিটও জব্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এক ভারতীয়র কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ হলো ট্রাকচালকদের ভিসা

সরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের দপ্তর থাকবে সমন্বিত ভবনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত