Ajker Patrika

নাটোরে আ.লীগ নেতা হত্যা মামলার আসামি ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১০: ০৭
নাটোরে আ.লীগ নেতা হত্যা মামলার আসামি ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

নাটোরে আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিন হত্যা মামলার অন্যতম আসামি ইউপি সদস্য ফরিদুল ইসলামকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাটধারী এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত ফরিদুল ইসলাম নাটোর জেলার সিংড়া থানার সুকাশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। 

সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ হাসান আজকের পত্রিকা বলেন, সকালে ঢাকা-পাবনা মহাসড়কের রাস্তার পাশে সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাটধারী এলাকায় ফরিদুল ইসলাম মেম্বারের গলাকাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা ঘটনাটি পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এসআই আরও বলেন, নিহত ফরিদুল ইসলাম নাটোর জেলার সিংড়া থানার সুকাশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি সিংড়া থানার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন হত্যা মামলার অন্যতম আসামি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ইউপি সদস্য ফরিদুল ইসলামকে সিরাজগঞ্জে গলা কেটে হত্যা করার খবরটি আমরা পেয়েছি। তিনি আওয়ামী লীগ নেতা আফতাব হত্যা মামলার আসামি। এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ ব্যবস্থা নেবে। ময়নাতদন্ত শেষে মরদেহ নাটোরে পাঠিয়ে দেবে পুলিশ। 

প্রসঙ্গত, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত রোববার নাটোরের সিংড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন নিহত হন। সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল গ্রামের ইউপি সদস্য ফরিদ উদ্দিন ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত