প্রতিনিধি
রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষকদের গুলি করে হত্যার হুমকি দিয়েছেন বহিরাগত এক যুবক। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে দুর্নীতি বিরোধী শিক্ষকরা দাবি–দাওয়া নিয়ে উপাচার্যের বাসভবনের দিকে যাচ্ছিলেন। প্রবেশপথে একদল যুবকের সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে যুবক শিক্ষকদের ঘটনাস্থল ত্যাগ করতে বলেন। অন্যথায় গুলি করার হুমকি দেন। হুমকি দেওয়া ওই যুবকে নাম আকাশ। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেচণ্ডী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে আজ সকাল ১০টায় ৫০৬তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ বৈঠকেই এডহক নিয়োগ দেওয়ার আশঙ্কা করে আসছিলেন দুর্নীতিবিরোধী শিক্ষকরা। সিন্ডিকেট আটকাতে সকাল থেকে উপচার্যের বাসভনের সামনে তাঁরা অবস্থান নেন। অন্যদিকে ‘চাকরিপ্রত্যাশীরা’ অবস্থান নেন উপাচার্য ভবনের প্রধান ফটকে।
বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি বিরোধী শিক্ষকদের মুখপাত্র অধ্যাপক সুলতান-উল ইসলাম টিপু বলেন, উপচার্য তাঁর মেয়াদের শেষ সময়ে সিন্ডিকেট বৈঠক ডেকে সরকারি নির্দেশনা অমান্য করে এডহক নিয়োগ দেবেন বলে আমরা জানতে পেরেছি। সিন্ডিকেট বন্ধ রাখার আহ্বান জানাতে আমরা উপাচার্যের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। কিন্তু উপাচার্যের পেটুয়া বাহিনী ও বহিরাগতরা আমাদেরকে বাধা দেয়। এক পর্যায়ে তাঁরা আমাদেরকে গুলি করে হত্যার হুমকি দেয়। ঘটনাস্থলে প্রক্টর উপস্থিত থাকলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।
গুলি করে হত্যার হুমকির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, এটি বড় অপরাধ। ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি।
রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষকদের গুলি করে হত্যার হুমকি দিয়েছেন বহিরাগত এক যুবক। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে দুর্নীতি বিরোধী শিক্ষকরা দাবি–দাওয়া নিয়ে উপাচার্যের বাসভবনের দিকে যাচ্ছিলেন। প্রবেশপথে একদল যুবকের সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে যুবক শিক্ষকদের ঘটনাস্থল ত্যাগ করতে বলেন। অন্যথায় গুলি করার হুমকি দেন। হুমকি দেওয়া ওই যুবকে নাম আকাশ। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেচণ্ডী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে আজ সকাল ১০টায় ৫০৬তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ বৈঠকেই এডহক নিয়োগ দেওয়ার আশঙ্কা করে আসছিলেন দুর্নীতিবিরোধী শিক্ষকরা। সিন্ডিকেট আটকাতে সকাল থেকে উপচার্যের বাসভনের সামনে তাঁরা অবস্থান নেন। অন্যদিকে ‘চাকরিপ্রত্যাশীরা’ অবস্থান নেন উপাচার্য ভবনের প্রধান ফটকে।
বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি বিরোধী শিক্ষকদের মুখপাত্র অধ্যাপক সুলতান-উল ইসলাম টিপু বলেন, উপচার্য তাঁর মেয়াদের শেষ সময়ে সিন্ডিকেট বৈঠক ডেকে সরকারি নির্দেশনা অমান্য করে এডহক নিয়োগ দেবেন বলে আমরা জানতে পেরেছি। সিন্ডিকেট বন্ধ রাখার আহ্বান জানাতে আমরা উপাচার্যের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। কিন্তু উপাচার্যের পেটুয়া বাহিনী ও বহিরাগতরা আমাদেরকে বাধা দেয়। এক পর্যায়ে তাঁরা আমাদেরকে গুলি করে হত্যার হুমকি দেয়। ঘটনাস্থলে প্রক্টর উপস্থিত থাকলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।
গুলি করে হত্যার হুমকির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, এটি বড় অপরাধ। ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
২ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫