Ajker Patrika

রাবি শিক্ষকদের গুলি করার হুমকি বহিরাগত যুবকের

প্রতিনিধি
রাবি শিক্ষকদের গুলি করার হুমকি বহিরাগত যুবকের

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষকদের গুলি করে হত্যার হুমকি দিয়েছেন বহিরাগত এক যুবক। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে দুর্নীতি বিরোধী শিক্ষকরা দাবি–দাওয়া নিয়ে উপাচার্যের বাসভবনের দিকে যাচ্ছিলেন। প্রবেশপথে একদল যুবকের সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে যুবক শিক্ষকদের ঘটনাস্থল ত্যাগ করতে বলেন। অন্যথায় গুলি করার হুমকি দেন। হুমকি দেওয়া ওই যুবকে নাম আকাশ। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেচণ্ডী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে আজ সকাল ১০টায় ৫০৬তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ বৈঠকেই এডহক নিয়োগ দেওয়ার আশঙ্কা করে আসছিলেন দুর্নীতিবিরোধী শিক্ষকরা। সিন্ডিকেট আটকাতে সকাল থেকে উপচার্যের বাসভনের সামনে তাঁরা অবস্থান নেন। অন্যদিকে ‘চাকরিপ্রত্যাশীরা’ অবস্থান নেন উপাচার্য ভবনের প্রধান ফটকে।

বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি বিরোধী শিক্ষকদের মুখপাত্র অধ্যাপক সুলতান-উল ইসলাম টিপু বলেন, উপচার্য তাঁর মেয়াদের শেষ সময়ে সিন্ডিকেট বৈঠক ডেকে সরকারি নির্দেশনা অমান্য করে এডহক নিয়োগ দেবেন বলে আমরা জানতে পেরেছি। সিন্ডিকেট বন্ধ রাখার আহ্বান জানাতে আমরা উপাচার্যের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। কিন্তু উপাচার্যের পেটুয়া বাহিনী ও বহিরাগতরা আমাদেরকে বাধা দেয়। এক পর্যায়ে তাঁরা আমাদেরকে গুলি করে হত্যার হুমকি দেয়। ঘটনাস্থলে প্রক্টর উপস্থিত থাকলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।

গুলি করে হত্যার হুমকির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, এটি বড় অপরাধ। ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত