Ajker Patrika

সুদের টাকার জন্য যুবককে মারধর, ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১৫: ৫৬
সুদের টাকার জন্য যুবককে মারধর, ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সুদের টাকার জন্য এক যুবককে মারধরের অভিযোগে ব্যবসায়ী বাবু মন্ডলকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব। 

আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ র‍্যাব-১২-এর হেডকোয়ার্টার থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তার বাবু উল্লাপাড়া উপজেলার মন্ডলজানি গ্রামের মকবুল হোসেনের ছেলে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, আব্দুর রহমান ও বাবু মন্ডল দুই ভাই উল্লাপাড়ায় সংঘবদ্ধ সুদ ব্যবসায়ী। তাঁরা এলাকায় সুদের ব্যবসার আড়ালে সন্ত্রাসী কার্যকলাপ করেন। এলাকার লোকজনকে চড়া সুদে টাকা ধার দিয়ে সেই টাকা আদায়ের জন্য সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর করে টাকা আদায় করতেন। তাঁদের অত্যাচার থেকে স্থানীয় জনপ্রতিনিধিও রেহাই পাননি। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২ আগস্ট সুদের টাকা আদায়ের জন্য উপজেলার শ্যামপুর গ্রামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে আহত করেন। এদিন রাতেই উল্লাপাড়া মডেল থানায় মামলা করা হয়। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সুদ ব্যবসায়ী আব্দুর রহমান, তাঁর ভাই বাবু মন্ডল ও তাঁদের সহযোগীদের শাস্তির দাবিতে মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করেন। এ ঘটনায় গতকাল রোববার রাতে বাবু মন্ডলকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত