Ajker Patrika

হেরোইন প্যাকেট করার সময় ‘কালামের’ ২ সহযোগী গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
হেরোইন প্যাকেট করার সময় ‘কালামের’ ২ সহযোগী গ্রেপ্তার 

হেরোইনসহ গ্রেপ্তারের পর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। বেশ কয়েকবার জামিনেও বেরিয়েছেন। এখন আবার মাদকের কারবার চলছে আবুল কালাম আজাদের (৪৮)। রাজশাহীর গোদাগাড়ীর এই মাদক কারবারির ৭০০ গ্রাম হেরোইন প্যাকেটজাত করার সময় এবার গ্রেপ্তার হয়েছেন তাঁর দুজন সহযোগী। 

গ্রেপ্তার দুজন হলেন-গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি সাগরপাড়া মহল্লার আবদুস সালামের ছেলে মো. নাজমুল (৩০) ও সালামের জামাতা মো. জনি (২৪)। মাদক কারবারি আবুল কালাম আজাদের প্রতিবেশী আবদুস সালাম। এ ঘটনায় আবুল কালাম আজাদকে পলাতক আসামি করা হয়েছে। 

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, আবদুস সালামের বাড়িতে গত শুক্রবার রাত ১০টার দিকে বিছানার ওপর কাগজে হেরোইন ঢেলে প্যাকেটজাত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সালামের ছেলে নাজমুল ও জামাতা জনিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় বাড়ি থেকে প্রায় ৭০ লাখ টাকার ৭০০ গ্রাম হেরোইন, পরিমাপক যন্ত্রসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। 

আটক জনি ও নাজমুল জিজ্ঞাসাবাদে জানান, এই হেরোইনের মালিক তাঁর প্রতিবেশী আবুল কালাম আজাদ। তিনি গোদাগাড়ীর অন্যতম শীর্ষ মাদক কারবারি। এ ঘটনায় থানায় তিনজনের বিরুদ্ধেই মামলা হয়েছে। গ্রেপ্তার জনি ও নাজমুলকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

পলাতক মাদক কারবারি আবুল কালাম আজাদ দীর্ঘ সময় ধরেই এ কারবারের সঙ্গে জড়িত। এর আগে, ১৯৯১ সালে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় হেরোইনসহ তিনি গ্রেপ্তার হয়েছিলেন। ১৯৯৩ সালে ঢাকার গাবতলীর এক হোটেল থেকে হেরোইনসহ গ্রেপ্তার হন। পরে ২০০১ সালে সাভারে এক কেজি হেরোইনসহ যাত্রীবাহী বাস থেকে তিনি গ্রেপ্তার হন। 

 ১৯৯৩ সালের মামলায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। তখনও তিনি জামিনে বেরিয়ে যান। আবুল কালাম আজাদ বারবার জামিনে এসে জড়িয়েছেন তাঁর পুরোনো কারবারে। ২০১৭ সালে মাদকবিরোধী অভিযান চালানোর সময় গোদাগাড়ীর মহিষালবাড়িতে আবদুর রাজ্জাক নামের পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) মারধরের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত