Ajker Patrika

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

প্রতিনিধি
ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

গুরুদাসপুর, (নাটোর): নাটোরের গুরুদাসপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান (১৫) নামে এক কিশোরকে আটক করেছে থানা-পুলিশ।

গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের দক্ষিণ সাহাপুর গ্রামে মেয়েটির নানার বাড়িতে ওই ঘটনা ঘটে। মেহেদী হাসান পার্শ্ববর্তী বামনকোলা গ্রামের রবিউল করিমের ছেলে।

স্থানীয়রা জানান, গত এক বছর ধরে মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। গতকাল রাতে মেয়েটিকে বিয়ে করবে মর্মে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটি এ সময় চিৎকার করলে অভিযুক্ত মেহেদি হাসান দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে সকালে মেয়েটি তার আত্মীয় স্বজনকে ঘটনাটি জানায়। মেয়ের আত্মীয় স্বজন ছেলে পক্ষের কাছে বিয়ের প্রস্তাব দিলে তারা অস্বীকার করে। আজ বৃহস্পতিবার রাত ৮টায় মেয়েটির মা থানায় অভিযোগ দিলে অভিযুক্ত মেহেদী হাসানকে পুলিশ আটক করেন।

এ ব্যাপারে অভিযুক্ত মেহেদির বাবা রবিউল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে এই বিষয়ে বলেন আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে। এর বেশি আর কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, রাতে মেয়েটির মা অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে মেহেদিকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত