Ajker Patrika

রাজশাহীতে ৩ ভুয়া র‍্যাব সদস্য গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে ৩ ভুয়া র‍্যাব সদস্য গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে তিন ভুয়া র‍্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে রাজশাহীর পবা থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। আজ বুধবার রাজশাহী নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—পবার চৌবাড়িয়া দক্ষিণপাড়ার নয়ন ইসলাম (২৯) ও মো. জাহিদ (২০) এবং নেত্রকোনার বারহাট্টা থানার মল্লিকপুর উত্তরপাড়ার মো. মানিক (৩৫)। 

পুলিশ জানিয়েছে, আকবর আলী নামের এক ব্যক্তিকে মঙ্গলবার সন্ধ্যার দিকে পবার চৌবাড়িয়া জসইতলা বিলে আটক করেন র‍্যাব পরিচয় দেওয়া এ তিনজন। এরপর তাঁর কাছে থাকা একটি মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এ ছাড়া আরও ১৫ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে মাদক মামলা দিয়ে চালান দেওয়া হবে বলেও হুমকি ও ভয়ভীতি দেওয়া হয়। টাকা দিতে না পারায় আকবর আলীকে তাঁরা সেখানে ২-৩ ঘণ্টা আটকে রেখে মারধর করেন। একপর্যায়ে আকবর আলীর চিৎকারে পবা থানার টহল পুলিশ সেখানে গিয়ে নয়ন ও জাহিদকে আটক করে। এ সময় আরও দুজন পালিয়ে যায়। 

পুলিশ আরও জানায়, দুজনকে আটকের পর রাতে মানিককেও আটক করা হয়। এ নিয়ে চারজনের বিরুদ্ধে পবা থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আজ বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটির এফডিআর, স্থায়ী বরখাস্ত হচ্ছেন বিটিআরসির আমজাদ

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

সকালে তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, দুপুরে মাটি খুঁড়ে মিলল নারীর গলাকাটা লাশ

মামলায় ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও প্ররোচনার’ অভিযোগ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত