Ajker Patrika

জয়পুরহাটে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১২: ৪০
জয়পুরহাটে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩

জয়পুরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ প্রতারক চক্রের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় অভিযান চালায় র‍্যাব-৫। এ সময় উদ্ধার হওয়া কষ্টি পাথরটির ওজন প্রায় ৪০ কেজি বলে জানিয়েছে র‍্যাব। 
র‍্যাবের জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জেলার কালাই পৌরসভার আকন্দপাড়া মহল্লার মফিজুল প্রামানিকের ছেলে আব্দুল আলীম (৩২), একই এলাকার কালাই পূর্বপাড়া মহল্লার মৃত আলতাব মোল্লার ছেলে জহুরুল ইসলাম (৪৪) এবং জেলার ক্ষেতলাল উপজেলার ভাসিলা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মেহেদী হাসান (৩২)। 

মোস্তফা জামান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। এরা পরষ্পর যোগসাজশে বিভিন্ন এলাকার লোকজনকে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিত। গোপন সূত্রে খবর পেয়ে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে তাঁদের কাছ থেকে ৪টি মোবাইল, একটি মোটরসাইকেল এবং নগদ ১ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত