জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম এই রায় ঘোষণা করেন।
চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি। এদিকে আসামিপক্ষের আইনজীবী ছিলেন আফজাল হোসেন ও আবু কায়সার।
সাজা পাওয়া আসামিরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুটাহারা গ্রামের আবুল হোসেনের স্ত্রী ডলি বেগম, একই গ্রামের মৃত নিগমা উড়াওয়ের ছেলে সুরেন উড়াও, ধলু মণ্ডলের ছেলে মোস্তাফিজুর রহমান ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার বলরামপুর গ্রামের ফিরাজ উদ্দীনের ছেলে কাফা। তাঁদের মধ্যে ডলি বেগম পলাতক আছেন।
মামলা থেকে জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মটপাড়া গ্রামের ফয়েজের ছেলে আবুল হোসেনের সঙ্গে একই উপজেলার কুটাহারা গ্রামের আব্দুর রহমানের মেয়ে ডলির বিয়ে হয়। বিয়ের পর থেকে আবুল হোসেন শ্বশুরের বাড়িতে ঘরজামাই থাকতেন। বিয়ের পরে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকে। এরই মধ্যে সুরেন, মোস্তাফিজুর ও কাফার সঙ্গে ডলি সম্পর্কে জড়িয়ে পড়েন।
স্ত্রীর সঙ্গে সম্পর্কের জেরেই পরিকল্পনা করে ২০০১ সালের ২৮ সেপ্টেম্বর রাতে সুরেন, মোস্তাফিজুর, কাফা ও ডলি শ্বাসরোধে আবুল হোসেনকে হত্যা করে পালিয়ে যান। পরের দিন খবর পেয়ে পুলিশ আবুল হোসেনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর নিহতের বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর আইনি প্রক্রিয়া ও দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন।
জয়পুরহাটে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম এই রায় ঘোষণা করেন।
চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি। এদিকে আসামিপক্ষের আইনজীবী ছিলেন আফজাল হোসেন ও আবু কায়সার।
সাজা পাওয়া আসামিরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুটাহারা গ্রামের আবুল হোসেনের স্ত্রী ডলি বেগম, একই গ্রামের মৃত নিগমা উড়াওয়ের ছেলে সুরেন উড়াও, ধলু মণ্ডলের ছেলে মোস্তাফিজুর রহমান ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার বলরামপুর গ্রামের ফিরাজ উদ্দীনের ছেলে কাফা। তাঁদের মধ্যে ডলি বেগম পলাতক আছেন।
মামলা থেকে জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মটপাড়া গ্রামের ফয়েজের ছেলে আবুল হোসেনের সঙ্গে একই উপজেলার কুটাহারা গ্রামের আব্দুর রহমানের মেয়ে ডলির বিয়ে হয়। বিয়ের পর থেকে আবুল হোসেন শ্বশুরের বাড়িতে ঘরজামাই থাকতেন। বিয়ের পরে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকে। এরই মধ্যে সুরেন, মোস্তাফিজুর ও কাফার সঙ্গে ডলি সম্পর্কে জড়িয়ে পড়েন।
স্ত্রীর সঙ্গে সম্পর্কের জেরেই পরিকল্পনা করে ২০০১ সালের ২৮ সেপ্টেম্বর রাতে সুরেন, মোস্তাফিজুর, কাফা ও ডলি শ্বাসরোধে আবুল হোসেনকে হত্যা করে পালিয়ে যান। পরের দিন খবর পেয়ে পুলিশ আবুল হোসেনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর নিহতের বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর আইনি প্রক্রিয়া ও দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৫ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৮ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৯ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫