Ajker Patrika

স্বামীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২৩, ২০: ০৯
স্বামীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম এই রায় ঘোষণা করেন। 

চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি। এদিকে আসামিপক্ষের আইনজীবী ছিলেন আফজাল হোসেন ও আবু কায়সার। 

সাজা পাওয়া আসামিরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুটাহারা গ্রামের আবুল হোসেনের স্ত্রী ডলি বেগম, একই গ্রামের মৃত নিগমা উড়াওয়ের ছেলে সুরেন উড়াও, ধলু মণ্ডলের ছেলে মোস্তাফিজুর রহমান ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার বলরামপুর গ্রামের ফিরাজ উদ্দীনের ছেলে কাফা। তাঁদের মধ্যে ডলি বেগম পলাতক আছেন। 

মামলা থেকে জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মটপাড়া গ্রামের ফয়েজের ছেলে আবুল হোসেনের সঙ্গে একই উপজেলার কুটাহারা গ্রামের আব্দুর রহমানের মেয়ে ডলির বিয়ে হয়। বিয়ের পর থেকে আবুল হোসেন শ্বশুরের বাড়িতে ঘরজামাই থাকতেন। বিয়ের পরে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকে। এরই মধ্যে সুরেন, মোস্তাফিজুর ও কাফার সঙ্গে ডলি সম্পর্কে জড়িয়ে পড়েন। 

স্ত্রীর সঙ্গে সম্পর্কের জেরেই পরিকল্পনা করে ২০০১ সালের ২৮ সেপ্টেম্বর রাতে সুরেন, মোস্তাফিজুর, কাফা ও ডলি শ্বাসরোধে আবুল হোসেনকে হত্যা করে পালিয়ে যান। পরের দিন খবর পেয়ে পুলিশ আবুল হোসেনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর নিহতের বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর আইনি প্রক্রিয়া ও দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত