Ajker Patrika

জয়পুরহাটে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ 

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১২: ৩৪
জয়পুরহাটে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ 

জয়পুরহাট জেলা শহরের নিশির মোড় এলাকায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল সন্ধ্যার দিকে ওই গৃহবধূ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। পরে রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ফেরদৌস হোসেন (৪৬)। তিনি সদর উপজেলার বেল-আমলা গ্রামের মৃত জাবদুলের ছেলে। তিনি ওই গৃহবধূর পূর্বপরিচিত এবং সম্পর্কে খালু হন। 

পুলিশ ও মামলার বিবরণে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ওই গৃহবধূ তাঁর এক বছরের শিশুসন্তানকে নিয়ে একা বাড়িতে ছিলেন। এ সময় ফেরদৌস তাঁদের বাড়িতে বেড়াতে আসেন। ওই গৃহবধূকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন তিনি। একপর্যায়ে ওই গৃহবধূর ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং ফেরদৌস কৌশলে পালিয়ে যান। ঘটনার কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে ওই গৃহবধূ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতেই গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত