Ajker Patrika

বাঘায় ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি
বাঘায় ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

রাজশাহীর বাঘা উপজেলা থেকে ‘ইমো হ্যাকিং’ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত সময়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. মারুফ (২২), মিলন আলী (৩৫), লালন মিয়া (২৫) ও ফজল আলী (৩৫)। সবার বাড়ি হাবাসপুর গ্রামে। 

র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা প্রবাসীদের ইমো হ্যাক করতেন। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিপদে পড়ার কথা জানিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন। এমন খবরে বাঘা উপজেলার হাবাসপুর গ্রামে অভিযান চালায় র‍্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল। এ সময় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব-৫ এর কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, চারজনের কাছ থেকে নয়টি মোবাইল ফোন এবং ২০টি সিমকার্ড জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে বাঘা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাঁদের কারাগারে পাঠিয়েছেন।

উল্লেখ্য, রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর এলাকায় ইমো হ্যাক চক্র সক্রিয় রয়েছে। এ দুই উপজেলা থেকে মাঝে মাঝেই এ চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। তারপরও তাঁদের তৎপরতা থামছে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত