Ajker Patrika

বগুড়া ডাকঘরে ডাকাতির চেষ্টা, অফিস সহায়ক খুন

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৪: ৩৭
বগুড়া ডাকঘরে ডাকাতির চেষ্টা, অফিস সহায়ক খুন

বগুড়া ডাকঘরে নৈশপ্রহরীর দায়িত্বে থাকা অফিস সহায়ক প্রশান্ত আচার্যকে (৪৩) খুন করে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। প্রধান ডাকঘরের ভল্ট কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ২টার পর ডাকাতির চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এদিকে আজ সোমবার সকালে পুলিশ নিহত প্রশান্তের ছোট ভাই গোবিন্দ আচার্যকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। পাশাপাশি মিন্টু নামের এক নৈশপ্রহরীকে খুঁজছে পুলিশ। রোববার রাতে প্রশান্তের সঙ্গে মিন্টুর ডিউটি থাকলেও তিনি রাতে আসেননি এবং তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় প্রধান ডাকঘরের অবস্থান। ঈদের ছুটিতে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন অফিস সহায়ক প্রশান্ত আচার্য। তাঁর ছোট ভাই গোবিন্দ আচার্য ডাকঘরের অভ্যন্তরে একটি দোকান পরিচালনা করেন। সোমবার সকাল ৯টার দিকে তিনি ডাকঘরে এসে তাঁর ভাইকে ডাকতে গিয়ে বিষয়টি জানতে পারেন। পরে গোবিন্দ থানায় খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। 

ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া কিছু সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকাসরেজমিনে ঘটনাস্থল দেখা যায়, ডাকঘরের পূর্ব পাশের করিডরে মেঝেতে নিজের বিছানায় প্রশান্তের মরদেহ পড়ে আছে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছাড়াও কাপড়ের ছেঁড়া অংশ দিয়ে ডান হাত বাঁধা ছিল। দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে ট্রেজারি শাখার বিভিন্ন ফাইলপত্র তছনছ করেছে। ইলেকট্রিক ড্রিল মেশিন দিয়ে ভল্টের দরজায় ৬ ইঞ্চি দৈর্ঘ্য এবং ৪ ইঞ্চি প্রস্থ করে কেটে ফেলা হয়েছে। কিন্তু ভল্টের দরজা পুরোপুরি খুলতে পারেনি দুর্বৃত্তরা।

পুলিশ বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে দুর্বৃত্তরা নিহত অফিস সহায়ক প্রশান্তের সহযোগিতায় ভেতরে প্রবেশ করে। দেয়াল টপকিয়ে ডাকঘর চত্বরে প্রবেশ করলেও ভবনের ভেতরে প্রবেশ করতে তাদেরকে কোনো দরজা কাটতে হয়নি। এ ছাড়া প্রশান্ত যেখানে বিছানা করে শুয়ে ছিলেন, সেখানকার কলাপসিবল গেটে তালা দেওয়া ছিল। 

দুর্বৃত্তরা যেসব ইলেকট্রিক সামগ্রী ব্যবহার করেছে তার আলামত দেখে আগে থেকেই প্রস্তুতি নিয়ে ডাকঘরে গেছে বলে সন্দেহ পুলিশের। এ ছাড়া ডাকঘরের সিসিটিভি ফুটেজের ক্যামেরাগুলো নিষ্ক্রিয় করা ছিল। তবে একটি ক্যামেরায় একজন দুর্বৃত্তকে মুখোশ পরা অবস্থায় ডাকঘর অভ্যন্তরে ঘোরাফেরা করতে দেখা গেছে। ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশের এক কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডের ধরন দেখে মনে হচ্ছে দুর্বৃত্তরা বালিশ চাপা দিয়ে প্রশান্তকে খুন করে। পরে ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করে। মৃত্যুর আগে দুর্বৃত্তদের সঙ্গে প্রশান্তের কোনো ধস্তাধস্তি হয়েছে, তেমন কোনো নমুনা সেখানে নেই। এ ছাড়া খুন করার পর মাথায় আঘাত করার কারণে রক্তপাত হয়নি।

বগুড়া প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার রাকিব বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ঈদের ছুটির কারণে ডাকঘরে কর্মরত তিনজন নৈশপ্রহরী জাহিদুল, বকুল এবং সাইফুল ছুটিতে ছিলেন। এ কারণে অফিস সহায়ক প্রশান্ত এবং তাঁর সঙ্গে এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারী মিন্টু দায়িত্বে ছিলেন। রোববার রাতে মিন্টু ডিউটিতে আসেননি এবং তাঁর ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। 

ইলেকট্রিক ড্রিল মেশিন দিয়ে ভল্টের দরজায় ৬ ইঞ্চি দৈর্ঘ্য এবং ৪ ইঞ্চি প্রস্থ করে কেটে ফেলা হয়েছে। ছবি: আজকের পত্রিকা পোস্টমাস্টার বলেন, ‘সামান্য কিছু টাকাপয়সা খোয়া যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত জানাতে সময় লাগবে।’ 

এদিকে নিরাপত্তা এবং ঘটনা অনুসন্ধান করতে প্রধান ডাকঘরের পোস্টমাস্টার ছাড়া অন্য কাউকে ডাকঘরে প্রবেশ করতে দেয়নি পুলিশ। এ কারণে ঈদের ছুটির পর সোমবার বেলা ১টা পর্যন্ত প্রথম অফিসে বগুড়া প্রধান ডাকঘরের কার্যক্রম শুরু করা যায়নি।

বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বগুড়ার পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী বলেন, ‘ঘটনাটি ডাকাতির চেষ্টা। দুর্বৃত্তরা ভল্টের কিছু অংশ কাটলেও টাকা কিংবা মূল্যবান কিছু নিতে পারেনি বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

পুলিশ সুপার আরও বলেন, ‘জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। পাশাপাশি ডাকঘরের তিনজন নৈশপ্রহরী থাকার পরেও একজন অফিস সহায়ককে কেন দায়িত্ব পালনে রাখা হলো? সে বিষয়গুলো মাথায় রেখে পুলিশ কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত