Ajker Patrika

নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ 

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২২, ১৮: ৩০
নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ 

বগুড়ায় নকল স্বর্ণের মূর্তি দিয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)। আজ বুধবার দুপুরে কাহালু থানায় মামলা দায়েরের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন সাবানপুর গ্রামের আনিসারের স্ত্রী ফরিদা পারভিন (৩৫) ও গাইবান্ধার সাঘাটার চিনেরপুটুল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল জব্বার (৫৫)। 

বগুড়া র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি কাহালুতে নকল স্বর্ণের মূর্তি দিয়ে প্রতারণা করা হচ্ছে। এরই ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়া সদর উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাবানপুর গ্রাম থেকে নকল স্বর্ণের মূর্তিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।’

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন বলেন, প্রতারণা আইনে মামলা দিয়ে দুজনকে আদালতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত