Ajker Patrika

নিখোঁজের ২ দিন পর শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৫: ৪৭
নিখোঁজের ২ দিন পর শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, যুবক গ্রেপ্তার

নিখোঁজের দুই দিন পর সিরাজগঞ্জের চৌহালীতে যমুনার চর থেকে তানজিদ সরকার (৯) নামে এক শিশুর মাটিতে পুঁতে রাখা গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে সোহাগ হোসেন (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার সোহাগ টাঙ্গাইল জেলার নাগরপুরের তেবাড়িয়া পূর্বপাড়া গ্রামের মাখন মিয়ার ছেলে। নিহত তানজিদ সরকার গাজীপুরের গাছা থানার কুনিয়াগাছা গ্রামের লতিফ সরকারের ছেলে।

নিহত শিশুর বাবা লতিফ সরকার বলেন, ‘আমার গাজীপুরের বাড়িতে ভাড়া থাকত সোহাগ হোসেন ও তার পরিবার। কয়েক দিন আগে আমার বাসা থেকে ছয়টি থ্রিপিস চুরি করে সোহাগ হোসেনের স্ত্রী সুমাইয়া। পরে চুরির বিষয়টি জানাজানি হয়। চুরির বিষয়টি কেন্দ্র করে প্রতিশোধ নিতে আমার ছেলেকে হত্যা করা হয়েছে।’ 

লতিফ আরও বলেন, ‘গত শুক্রবার থেকে আমার ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না। একই সময় থেকে ভাড়াটিয়া সোহাগ হোসেনকে পাওয়া যাচ্ছিল না। পরে সন্দেহ হলে গাছা থানায় অভিযোগ করি। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সোহাগ হোসেনের স্ত্রী সুমাইয়া, মা চায়না খাতুন, বাবা মাখন মিয়াকে থানায় নিয়ে আসে। পরে তাদের তথ্যের ভিত্তিতে সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ।’

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, নিহত শিশুকে পরিবারের লোকজন খুঁজে না পেয়ে গাজীপুরের গাছা অভিযোগ দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সোহাগ হোসেনকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সকালে দুই থানার যৌথ টিম চৌহালীর জোতপাড়া চর থেকে পুঁতে রাখা শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। তার গলা কাটা ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত