Ajker Patrika

রাজশাহীতে মুকুল হত্যা মামলার প্রধান ৩ আসামি গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে মুকুল হত্যা মামলার প্রধান ৩ আসামি গ্রেপ্তার

রাজশাহী নগরীর শাহমখদুম থানার হরিষার ডাইং এলাকার মো. মুকুল আলীকে (৪৫) হত্যা মামলার প্রধান ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।

গ্রেপ্তারকৃতরা হলেন-হরিষার ডাইং এলাকার মো. বকুল আলী (৪৫), তাঁর স্ত্রী আমেনা (৪০) ও তাঁদের ছেলে মো. নাহিদ হোসেন (২০)।

এ বিষয়ে ওসি বলেন, গতকাল রোববার র‍্যাব-৭ এর সহায়তায় শাহমখদুম থানা-পুলিশের একটি দল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদাম বিবিরহাট ও উত্তর সলিমপুর এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করেন। রাতেই তাঁদের রাজশাহীতে আনা হয়েছে। পরে আজ সোমবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ১ আগস্ট দিবাগত রাতে উচ্চ শব্দে গান বাজাচ্ছিলেন আসামিরা। অন্তঃসত্ত্বা মেয়ের ঘুমের ব্যাঘাত হওয়ায় গান বাজাতে নিষেধ করেন মুকুল আলী। এ সময় আসামিরা তাঁকে কুপিয়ে আহত করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঘটনার পরপরই মৃতের পরিবারের পক্ষ থেকে ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত