Ajker Patrika

লটারির টিকিট কাটা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন

বগুড়া প্রতিনিধি
লটারির টিকিট কাটা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন

বগুড়ার সদরে আল জামিউল নামের এক যুবককে (২৩) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ শুক্রবার সন্ধায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদরের কলোনী বটতলা এলাকায় হামলার শিকার হন জামিউল। পরে তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় আধাঘণ্টা চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় বলে জানান বগুড়া ছিলিমপুর (মেডিকেল) ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) লুৎফর রহমান।

জামিউল বগুড়া সদরের মালতিনগর এলাকার আনিছুর রহমান বাবুর ছেলে। তিনি বগুড়ার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে চলমান মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলায় লটারির টিকিট কলোনি বটতলা এলাকায় বিক্রি করা হচ্ছিল। সেখানে লটারি কিনতে যান জামিউল। ওই সময় লটারি কিনতে আসা কয়েকজন যুবকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ওই যুবকেরা জামিউলকে মারধর করতে শুরু করেন। জামিউলের মাথায় ছুরিকাঘাত করে পালিয়ে যান তাঁরা। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাঁকে শজিমেক হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জামিউলের মৃত্যু হয়।

এ বিষয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক বলেন, ‘মরদেহ মর্গে আছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত