Ajker Patrika

স্বেচ্ছাসেবক দলের ২ নেতা কারাগারে

ময়মনসিংহ প্রতিনিধি
স্বেচ্ছাসেবক দলের ২ নেতা কারাগারে

ময়মনসিংহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আজ সোমবার দুপুরে কোতোয়ালি মডেল থানা থেকে তাঁদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানো নির্দেশ দেন। 

নেতারা হলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফয়সাল (৪৫) ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি তিতুমীর সরকার (৪৭)। 

আজ সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল হক। তিনি বলেন, গত ১৫ অক্টোবর বিএনপির বিভাগীয় গণসমাবেশের দিন নগরীর রেলওয়ে স্টেশন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গতকাল রোববার দিবাগত রাতে ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে গত ১৭ নভেম্বর রাতে নগরীর আকুয়া এলাকা থেকে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি তিতুমীর সরকারকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত