Ajker Patrika

ফুলপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 
ফুলপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের ফুলপরে এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফুলপুর পৌরসভার কাউন্সিলর এহসানুল হকের (৪১) বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বুধবার রাতে ভুক্তভোগী ওই ছাত্রী বাদী হয়ে ফুলপুর থানায় এই মামলা করে। 

এহসানুল হক ফুলপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌরসভার চর পাড়া গ্রামের আবদুল হাইয়ের ছেলে। 
 
মামলার এজাহার সূত্রে জানা যায়,  ওই স্কুলছাত্রীর বাবা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন এবং মা বিদেশে থাকেন। তাই লেখাপড়া করার জন্য পৌরসভার একটি গ্রামে তার নানার বাড়িতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছেন। গত ২১ নভেম্বর ওই ছাত্রী তার মামিকে নিয়ে নিজের জন্ম নিবন্ধন ঠিক করতে ফুলপুর পৌরসভা কার্যালয়ে যান। সেখানে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এহসানুলের সঙ্গে দেখা হয়। তখন ওই কাউন্সিলর জন্ম নিবন্ধনের কাগজ বাসায় আছে বলে ওই ছাত্রীকে মোটরসাইকেলে করে গোদারিয়া গ্রামের একটি বাসায় নিয়ে যান। সেখানে নিয়ে ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেন কাউন্সিলর। এতে রাজি না হলে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে এহসানুল দ্রুত পালিয়ে যান। পরে বিষয়টি পৌর মেয়রকে ওই ছাত্রী জানায়। কিন্তু এ নিয়ে কোনো বিচার না পেয়ে অবশেষে গতকাল রাতে ওই ছাত্রী বাদী হয়ে ফুলপুর থানায় মামলা করে। 
 
ফুলপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ-আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।  আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘সাকিবের পোস্টার স্টেডিয়ামে ঢুকবে কি না, বিসিবির ডিসিপ্লিনারি কমিটি দেখবে’

আন্তর্জাতিক সালিসের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ-আদানি

‘তোমার জন্যই খুন করেছি’, স্ত্রীকে হত্যার পর প্রেমিকাকে সার্জনের বার্তা

নীলফামারীতে হচ্ছে চীনা সরকারের উপহার ১০০০ শয্যার হাসপাতাল

ট্রাকের নিচে ঢুকে গেল অটোরিকশা, কলেজশিক্ষার্থীসহ নিহত ৬

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ