Ajker Patrika

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, সহোদরসহ গ্রেপ্তার ৩

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৮: ১৩
যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, সহোদরসহ গ্রেপ্তার ৩

ময়মনসিংহে লুডু খেলাকে কেন্দ্র করে যুবলীগের নেতা হত্যা মামলায় সহোদরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে নিহতের ছোট ভাই আবু সায়িদ বাদী হয়ে ১৪ জনের নামসহ পাঁচ-ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। ওই দিন রাতেই জেলার গৌরীপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডের গন্দ্রপা এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে দেলোয়ার হোসেন দিলীপ (৩৫), তাঁর বড় ভাই শহিদুল ইসলাম শহিদ (৪০) এবং একই এলাকার মৃত আমান আলীর ছেলে সাব্বির আহমেদ (৩৪)।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার জুমার আগে লুডুখেলা নিয়ে পারভেজের চাচাতো ভাই সিদ্দিকুর রহমান এবং দিলীপের ভাগনে হিরণের বাগ্‌বিতণ্ডা হয়। এ নিয়ে সন্ধ্যার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দিলীপ বাহিনীর লোকজন হামলা চালিয়ে গুরুতর আহত করে যুবলীগের নেতা পারভেজ মিয়াকে। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত পারভেজ মিয়া (৩০) নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের গন্দ্রপা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। তিনি ওই ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন, একসময় তিনি ময়মনসিংহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত