Ajker Patrika

জামালপুরে প্রায় সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

জামালপুর প্রতিনিধি
জামালপুরে প্রায় সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

জামালপুরে একটি গুদাম ও এক ব্যবসায়ীর বসতঘরের বিছানার নিচ থেকে ৪ হাজার ৩২০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের দয়াময়ী ও মুকুন্দবাড়ি এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের এসব তেল উদ্ধার করা হয়।

জানা যায়, জামালপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে প্রথমে শহরের দয়াময়ী এলাকায় রঞ্জন সিংহের গুদামে অভিযান চালান। সেখানে ১৯টি ড্রামে ৩ হাজার ৮৭৬ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। ওই সব তেল ঈদের আগের মূল্যে কেনা হয়েছিল। পরে ওই সব তেলের আগের মূল্যে বাজারে বিক্রি করা হয়। জব্দকৃত ওই সব তেল দিনের মধ্যে বিক্রি নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

এরপর শহরের মুকুন্দবাড়ি এলাকায় কামাল ট্রেডার্সের মালিকের বাসায় অভিযান চালিয়ে তাঁর বসতঘরের বিছানার নিচ থেকে ৪৫৪ লিটার তেল উদ্ধার করা হয়েছে। ওই সব তেলের বোতলের আগের মূল্য উঠিয়ে ফেলা হয়েছিল। ফলে কামাল ট্রেডার্সের মালিক কামাল হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিততে সাধারণ মানুষের কাছে আগের মূল্যে তেলগুলো বিক্রি করা হয়েছে। 

জামালপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম বলেন, ভোক্তা অধিকারের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে শহরের বিভিন্ন পাইকারি দোকানে অভিযান পরিচালনা করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত