Ajker Patrika

১৬ বছরের মেয়েকে বিয়ে দেওয়ার আয়োজন, বাবাকে জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ২৩: ২২
১৬ বছরের মেয়েকে বিয়ে দেওয়ার আয়োজন, বাবাকে জরিমানা

ময়মনসিংহের তারাকান্দায় ১৬ বছর বয়সী মেয়ের বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একই ঘটনায় কাজিকে ২০ হাজার জরিমানা করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের সিংহেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। 

জরিমানার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন। 

স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি আবদুল্লাহ আল মামুন জানান, সিংহেরকান্দা গ্রামের এক ব্যক্তি তাঁর ১৬ বছর বয়সী মেয়ের সঙ্গে ময়মনসিংহ সদর উপজেলার ভাটিপাড়া ঘাগড়া গ্রামের আবুল কাশেমের ছেলে হাসান মাহমুদের (২৩) বিয়ে ঠিক হয়। গতকাল শুক্রবার রাতে বিয়ে পড়ানোর আয়োজন চলছিল। পরে স্থানীয় এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহতমকে মোবাইল ফোনে বাল্যবিবাহের বিষয়টি জানান। 

ইউএনও তারাকান্দা থানায় বাল্যবিবাহের বিষয়টি পুলিশকে জানালে একটি দল ঘটনাস্থলে গিয়ে মেয়ের বাবা, ছেলের বাবা ও কাজিকে আটক করে থানায় নিয়ে যায়। পরে কিশোরী মেয়েকে বাল্যবিবাহ দেওয়া হবে না শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। গতকাল রাতে ইউএনও যেতে না পারায় আজ দুপুরে মেয়ের বাড়িতে গিয়ে কাজি মো. আতাউর রহমানকে ২০ হাজার ও মেয়ের বাবাকে ১০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেন বলে জানান ওসি। 

ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজিজুল হক, থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মালেক, গালাগাঁও ইউপির সচিব মো. সায়েদুল ইসলাম, সাবেক যুবলীগ নেতা রফিকুল ইসলাম মিয়া প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত