Ajker Patrika

স্ত্রীকে হত্যার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৮: ২২
স্ত্রীকে হত্যার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে স্ত্রীকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. দুলাল মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার দুপুরে র‍্যাব কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে সদর উপজেলার গোষ্টা দক্ষিণপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মো. দুলাল মিয়া একই এলাকার মৃত হযরত আলীর ছেলে।

ময়মনসিংহ র‍্যাব-১৪-এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বলেন, ২০০৭ সালের ১৭ ফেব্রুয়ারি গাজীপুরের জয়দেবপুর থানাধীন আমবাগ পূর্বপাড়া এলাকার ভাড়া বাসায় দুলাল মিয়া তাঁর স্ত্রী শাহানাজ বেগমকে মারধরের পর হত্যা করেন। হত্যার পর গলায় রশি পেঁচিয়ে শাহানাজ বেগমকে আমগাছের ডালে ঝুলিয়ে রাখা হয়।

পরে শাহানাজের পরিবারের পক্ষ থেকে জয়দেবপুর থানায় দুলাল মিয়াকে আসামি করে হত্যা মামলা করা হয়। ওই মামলায় ২০০৭ সাল থেকে ২০১১ সালের নভেম্বর পর্যন্ত কারাভোগের পর জামিন পান দুলাল মিয়া। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। পরে ওই মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আসামি দুলাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। 

কোম্পানি অধিনায়ক আরও বলেন, গতকাল বিকেলে অভিযান চালিয়ে পলাতক আসামি দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

সকালে তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, দুপুরে মাটি খুঁড়ে মিলল নারীর গলাকাটা লাশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

মামলায় ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও প্ররোচনার’ অভিযোগ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে

জঙ্গলে পড়ে ছিল হাত-পা ও চোখ বাঁধা অজ্ঞাতনামা লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত