Ajker Patrika

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৫

ময়মনসিংহ প্রতিনিধি
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৫

ময়মনসিংহে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

গ্রেপ্তারকৃতরা হল- মকবুল হোসেন (৫৫), জাবেদ (২৫), কাজল মিয়া (৬০), শরীফ (৩২) ও সোহেল মিয়া। আসামি মকবুল বাদে বাকিরা সবাই কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বাসিন্দা।

জানা গেছে, গত ৩১ অক্টোবর ময়মনসিংহের পাগলা থানার খুরশিদ মহল ব্রিজের পূর্ব ঢালে রাস্তার পাশে ঝোপঝাড়ের আড়াল থেকে একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায় মরদেহটি গফরগাঁওয়ের তেঁতুলিয়া গ্রামের অটোরিকশাচালক নাছির উদ্দিনের (৪৫)। এ ঘটনার পরদিন নিহতের ছোট ভাই নুরুল আমিন বাদী হয়ে পাগলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত এবং অভিযান শুরু করে ডিবি পুলিশ। পরবর্তীতে বিভিন্ন স্থান থেকে হত্যাকাণ্ডের মূল হোতাসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশাও জব্দ করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার বলেন, পূর্বপরিকল্পিতভাবে গত ২৯ অক্টোবর রাত ৮টার দিকে গফরগাঁওয়ের জামতলা চৌরাস্তা থেকে হোসেনপুর যাওয়ার কথা বলে নাছির উদ্দিনের অটোরিকশায় ওঠেন আসামিরা। পৌনে ৯টার দিকে হোসেনপুর ব্রিজের কাছে পৌঁছালে চালকের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ঝোপঝাড়ের আড়ালে মরদেহ ফেলে রেখে অটোরিকশা ও চালকের মোবাইল নিয়ে পালিয়ে যান তাঁরা।

পুলিশ সুপার আরও বলেন, হত্যাকাণ্ডের মূল হোতা মকবুল সেলুনে চুল কাটার আড়ালে অপরাধ চক্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পরিকল্পনা করেন। একেক সময় একেকজনকে সঙ্গে নিয়ে কিশোরগঞ্জ ও ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকায় কখনো চালককে মারধর করে, কখনোবা নেশাজাতীয় পানীয় খাইয়ে অচেতন করে অটোরিকশা ছিনতাই করেন তিনি। তাঁর বিরুদ্ধে একাধিক চুরি, ডাকাতি, অস্ত্র ও হত্যা মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমাকে ধর্ষণের সময় পাশে দাঁড়িয়ে দেখছিল দুই যুবক: ধর্ষণের শিকার তরুণী

ঢাকার সঙ্গে সম্পর্ক মেরামতে বিশেষজ্ঞদের সঙ্গে ভারতের সংসদীয় কমিটির দীর্ঘ বৈঠক

যেখানে মিলেছে ‘কামসূত্র’ নির্মাতা মীরা নায়ার ও তাঁর পুত্র মামদানির সংগ্রাম

খালদূষণকারী কারখানা পেল পরিবেশবান্ধব পুরস্কার

গোষ্ঠীস্বার্থে বহু মানুষের স্বপ্ন নষ্ট করেছে এই প্ল্যাটফর্ম: দায়িত্ব ছেড়ে উমামা ফাতেমার পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত