Ajker Patrika

ধর্ষণের শিকার কন্যা, অভাবের তাড়নায় পিতার আত্মহত্যা 

জামালপুর প্রতিনিধি
আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৭: ৫৬
ধর্ষণের শিকার কন্যা, অভাবের তাড়নায় পিতার আত্মহত্যা 

অভাবের তাড়নায় আত্মহত্যা করেছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া আলী আকবর। শুক্রবার ভোররাতে আকবর তাঁর ঘরের বারান্দায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তাঁর বাড়ি জামালপুর শহরের তিরুথা গ্রামে। 

আকবরের আত্মহত্যার খবর পেয়ে জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস চিরাণ লরেন্স তাঁর বাড়িতে যান। পরে পুলিশ আকবরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

আকবরের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, আলী আকবর রিকশা চালিয়ে সংসারের ব্যয় নির্বাহ করছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি রিকশা চালাতে পারেননি। গত বছর তাঁর স্ত্রী দুটি যমজ সন্তান জন্ম দিলে জামালপুর জেনারেল হাসপাতালে শিশুদের অভাবের কারণে বিক্রি করে দেন। খবর পেয়ে তৎকালীন জেলা প্রশাসক মো. এনামুল হক শিশুদের উদ্ধার করে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেন এবং পরে জেলা প্রশাসক শিশুদের ভরণপোষণের দায়িত্ব নেন। পরে আলী আকবর প্রধানমন্ত্রীর উপহারের ঘরও পান। এরপর থেকে আলী আকবর স্ত্রী-সন্তান নিয়ে খেয়ে-না খেয়ে সেই ঘরেই বসবাস করছিলেন। 

আকবরের প্রতিবেশী হারন-অর-রশীদ বলেন, ‘বিভিন্ন স্থান থেকে মাঝেমধ্যে কিছু সহায়তা পেলেও সংসারে অভাব-অনটন লেগেই থাকত। আগে রিকশা চালাত, কিন্তু বেশ কয়েক দিন ধরে শারীরিক অসুস্থার কারণে ঘরেই পড়ে ছিল। কিছুদিন আগে এলাকার এক বখাটের ধর্ষণের শিকার হয়ে তাঁর মেয়ে গর্ভবতী হয়ে পড়লে সে আরও ভেঙে পড়ে। আজ ভোররাতে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরের বারান্দায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।’ 

আরেক প্রতিবেশী জাহাঙ্গীর সেলিম বলেন, ‘মেয়ের দুর্ঘটনায় সে আরও চিন্তিত হয়ে পড়ে। এমনিতেই সংসারের অভাব। খেয়ে-না খেয়ে দিন চলত। সাত-আট দিন ধরে মেয়েটি নিখোঁজ থাকায় হতাশায় পড়ে সে।’ 

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস চিরাণ লরেন্স বলেন, ‘জেলা প্রশাসনের সহায়তায় তাকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া হয়েছিল। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত ছিল। তার মেয়ে নিখোঁজ থাকায় সে ভেঙে পড়েছে। পরিবারের সাত সন্তান নিয়ে অভাবের সংসারে হতাশ ছিল সে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত