ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে বিস্কুট-চিপস খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণের মামলায় শহিদুল ইসলাম (৫২) নামে এক দোকানিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার সকালে ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন শহীদ আহসানুল্লাহ হাসপাতালের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম নগরীর দাপুনিয়া সুহিলা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, গত ১৫ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী শিশুটি শহিদুল ইসলামের দোকানে টিফিন কিনতে যায়। এ সময় দোকানের সামনে লোকজন না থাকার সুযোগে বিস্কুট-চিপস খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে ভেতরে নিয়ে যান তিনি। পরে শিশুটিকে ধর্ষণ করা হয়।
ঘটনার সময় শিশুটির ডাকচিৎকারে আশপাশের লোকজন আসার আগেই শহিদুল পালিয়ে যান। বিষয়টি জানতে পেরে গত ২২ নভেম্বর দুপুর ১টার দিকে শিশুটির মা বাদী হয়ে শহিদুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
মো. আনোয়ার হোসেন আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন শহীদ আহসানুল্লাহ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনাটি স্বীকার করেছেন তিনি। পরে তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহে বিস্কুট-চিপস খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণের মামলায় শহিদুল ইসলাম (৫২) নামে এক দোকানিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার সকালে ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন শহীদ আহসানুল্লাহ হাসপাতালের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম নগরীর দাপুনিয়া সুহিলা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, গত ১৫ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী শিশুটি শহিদুল ইসলামের দোকানে টিফিন কিনতে যায়। এ সময় দোকানের সামনে লোকজন না থাকার সুযোগে বিস্কুট-চিপস খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে ভেতরে নিয়ে যান তিনি। পরে শিশুটিকে ধর্ষণ করা হয়।
ঘটনার সময় শিশুটির ডাকচিৎকারে আশপাশের লোকজন আসার আগেই শহিদুল পালিয়ে যান। বিষয়টি জানতে পেরে গত ২২ নভেম্বর দুপুর ১টার দিকে শিশুটির মা বাদী হয়ে শহিদুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
মো. আনোয়ার হোসেন আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন শহীদ আহসানুল্লাহ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনাটি স্বীকার করেছেন তিনি। পরে তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
১ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
৯ দিন আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে ডাকাতদের হামলার ঘটনায় ডাকাত দলের প্রধান রিপনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা ও গাজীপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৩ দিন আগেনরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫