জামালপুর প্রতিনিধি
জামালপুর পৌর শহরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার দুপুরে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সোলাইমান হোসেন (৪০)। তিনি জামালপুর পৌর শহরের পলাশঘর এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন শ্রমিক। তাঁর দুজন স্ত্রী রয়েছে। অন্যদিকে ভুক্তভোগী শিশু স্থানীয় একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। তার বয়স ১২ বছর।
পুলিশ ও স্থানীয়রা বলছে, ভুক্তভোগী ও অভিযুক্ত সোলাইমানের বাড়ি পাশাপাশি। এলাকায় সোলাইমান একজন বখাটে হিসেবেই পরিচিত। ভুক্তভোগী শিশুটির বাবার একটি চায়ের দোকান রয়েছে। সেখানে শিশুটিকে নানাভাবে প্রলোভনে আকৃষ্ট করেন সোলাইমান। গত বুধবার সোলাইমান ওই শিশুকে কৌশলে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে নরসিংদী জেলার ঘোড়াশাল এলাকায় নিয়ে যান। সেখানে তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করেন। পরে আজ শুক্রবার দুপুরে তাকে জামালপুর শহরে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ইসমাইল। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী ধর্ষণের বিষয়টি পরিবারের কাছে স্বীকার করেছেন।
এ বিষয়ে জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. তারেকুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নামে অপহরণ ও ধর্ষণের মামলা হয়েছে। এ বিষয়ে সব আইনি প্রক্রিয়া চলমান।
জামালপুর পৌর শহরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার দুপুরে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সোলাইমান হোসেন (৪০)। তিনি জামালপুর পৌর শহরের পলাশঘর এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন শ্রমিক। তাঁর দুজন স্ত্রী রয়েছে। অন্যদিকে ভুক্তভোগী শিশু স্থানীয় একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। তার বয়স ১২ বছর।
পুলিশ ও স্থানীয়রা বলছে, ভুক্তভোগী ও অভিযুক্ত সোলাইমানের বাড়ি পাশাপাশি। এলাকায় সোলাইমান একজন বখাটে হিসেবেই পরিচিত। ভুক্তভোগী শিশুটির বাবার একটি চায়ের দোকান রয়েছে। সেখানে শিশুটিকে নানাভাবে প্রলোভনে আকৃষ্ট করেন সোলাইমান। গত বুধবার সোলাইমান ওই শিশুকে কৌশলে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে নরসিংদী জেলার ঘোড়াশাল এলাকায় নিয়ে যান। সেখানে তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করেন। পরে আজ শুক্রবার দুপুরে তাকে জামালপুর শহরে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ইসমাইল। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী ধর্ষণের বিষয়টি পরিবারের কাছে স্বীকার করেছেন।
এ বিষয়ে জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. তারেকুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নামে অপহরণ ও ধর্ষণের মামলা হয়েছে। এ বিষয়ে সব আইনি প্রক্রিয়া চলমান।
মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে ডাকাতদের হামলার ঘটনায় ডাকাত দলের প্রধান রিপনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা ও গাজীপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৮ ঘণ্টা আগেনরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫