ইরান-ইসরায়েল সংঘাতের ১০ দিন
যুক্তরাষ্ট্র ইরানে হামলার নাম দিয়েছে ‘অপারেশন মিডনাইট হ্যামার’। এই হামলায় ১২৫টির বেশি যুদ্ধবিমান অংশ নেয়। B-2 বোমারু দিয়ে ফোর্দো ও নাতাঞ্জে বাংকার বাস্টার বোমা ছোড়া হয় এবং ইস্পাহানে টোমাহাক ক্ষেপণাস্ত্র দিয়ে সেন্ট্রিফিউজ ওয়ার্কশপে আঘাত হানা হয়।