থানায় মীমাংসা: যারা ভেঙেছে তারাই বানিয়ে দেবে লালনভক্ত বৃদ্ধার ঘর
৮০ বছর বয়সী চায়না বেগমের ইচ্ছা ছিল, লালন অনুসারী মৃত স্বামীর কবরে মাথা ঠেকিয়ে বাকি জীবন কাটিয়ে দেবেন। ভিটেমাটিতে প্রতিদিন জ্বালাবেন সন্ধ্যাপ্রদীপ। লালন অনুসারী চায়না বেগম স্বামীর কবরের পাশেই নিজ জমিতে তুলেছিলেন টিনের চালার ঘর। কিন্তু অনৈসলামিক ঘোষণা দিয়ে সেই ঘর ভেঙে দিয়েছেন স্থানীয় মেম্বার ও মাতবরের