Ajker Patrika

ফকিরহাটে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফকিরহাটে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

বাগেরহাটের ফকিরহাটে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতে তাকে এই সাজা দেওয়া হয়। 

এ রায় ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার। 

সাজাপ্রাপ্ত যুবকের নাম—শহিদুল ইসলাম (২০)। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার নতুন চর দৌলতখান গ্রামের মো. মোয়াজ্জেম হাওলাদারের ছেলে। শহিদুল বর্তমানে ফকিরহাট এলাকায় খাবারের হোটেলের ব্যবসা করেন। 

এ বিষয়ে ফকিরহাট শিরীন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায় আজকে পত্রিকাকে বলেন, ‘সোমবার সকাল ১০টার দিকে নবম শ্রেণির এক ছাত্রীকে বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে ওই যুবক উত্ত্যক্ত করে। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের অবগত করলে তাঁকে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।’ 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার বলেন, ‘নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে ওই যুবককে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত