Ajker Patrika

বাল্যবিবাহ করায় বরের কারাদণ্ড

কেশবপুর (যশোর) প্রতিনিধি
বাল্যবিবাহ করায় বরের কারাদণ্ড

যশোরের কেশবপুরে বাল্যবিবাহ করার অপরাধে বরকে ১০ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সোমবার ওই যুবককে কেশবপুর থানা-পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বেতিখোলা গ্রামের রাজ্জাক মোড়লের ছেলে মাছুম বিল্লাহ (২৫) একই উপজেলার পাঁচবাকাবর্শী গ্রামের এক এসএসসি পরীক্ষার্থীকে সম্প্রতি বিয়ে করেন। এর পর ওই মেয়ের বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। 

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান ঘটনাস্থলে হাজির হন। এ সময় তিনি বাল্যবিবাহের অপরাধে বর মাছুম বিল্লাহকে ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। 

কেশবপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক তপতী ঢালী জানান, ওই যুবককে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত