Ajker Patrika

শ্যামনগরে ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় মামলা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগরে ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় মামলা

সাতক্ষীরার শ্যামনগরে এক মাদ্রাসা ছাত্রীকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ওই ছাত্রীকে আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী থানায় মামলা করেছেন।

শিশুর মা জানান, তার মেয়ে পাশের স্থানীয় মাদ্রাসায় লেখাপড়া করে। মাদ্রাসায় যাতায়াতের পথে প্রায়ই রেজাউল সরদার ও মুকুল সরদার তার মেয়েকে নানাভাবে উত্ত্যক্ত করতেন। গতকাল সন্ধ্যার আগে মাদ্রাসা থেকে ফিরে খাবার কিনতে স্থানীয় দাউদ সরদারের দোকানে যায় সে। এ সময় সেখানে অবস্থানরত ওই দোকানদারের ছেলে রেজাউল সরদার ও তার বন্ধু মুকুল সরদার শিশুটিকে পাশের একটি ঘরে নিয়ে যায়। সেখানে ধর্ষণ চেষ্টার একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে রাস্তার লোকজন সেখানে জড়ো হলে দুজন পালিয়ে যায়।

ভুক্তভোগী শিশুর বাবা জানান, এ ঘটনার পর তারা শ্যামনগর থানায় মামলা করায় রেজাউলের বোন হোসনে আরাসহ অন্যরা নানাভাবে হুমকি দিচ্ছেন। এক লাখ টাকা নিয়ে মিটিয়ে নেওয়ার প্রস্তাব না মানায় তাঁরা আরও বেশি টাকা দিয়ে মামলা গায়েব করে ফেলবে বলে জানায়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাকির হোসেন জানান, বেশি রক্তক্ষরণ হওয়ায় ওই শিশুকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য বাবু হোসেন জানান, ঘটনা জানাজানির পর তিনি ভুক্তভোগীর পরিবারকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে মুকুল সরদার মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, তিনি ওই সময় দোকানে বসে টিভি দেখছিলেন। এ ঘটনা রেজাউল ঘটিয়েছেন।

শ্যামনগর থানার উপপরিদর্শক পিংকু জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ধর্ষণ চেষ্টার মামলায় মুকুল সরদার ও রেজাউল সরদারকে আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত