Ajker Patrika

রিকশা চালক সেজে দিবালোকে ছিনতাই

কুষ্টিয়া প্রতিনিধি
রিকশা চালক সেজে দিবালোকে ছিনতাই

কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে ছুরি ধরে এক শিক্ষার্থীর মোবাইল ফোনসহ মানিব্যাগ ছিনতাই করে নিল এক রিকশা চালক। আজ বুধবার সকাল ৯টায় এই ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম খন্দকার আল মামুন অশ্রু। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র। 

খন্দকার আল মামুন অশ্রু কুষ্টিয়া পৌরসভার কালিশংকরপুর এলাকার খন্দকার ওহিদুল ইসলামের পুত্র। 

মামুন জানান, শহরের কালিশংকরপুরের ভাড়া বাসা হতে ঢাকার উদ্দেশে তিনি রওনা দেন। কোটপাড়া কামরুল ইসলাম সিদ্দিক পৌর শিশু পার্কের পেছনে পৌঁছালে রিকশাওয়ালা আকস্মিক ভাবে মামুনের পেটে চাকু ধরে। ওই সময় তার কাছে থাকা মোবাইল ফোন এবং মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। এমন ঘটনার আকস্মিকতায় ও ভয়ে হতবিহ্বল হয়ে পড়েন মামুন। পরে মামুন বাসায় ফিরে গিয়ে স্বজনদের এসব কথা খুলে বলেন, এবং পরে অন্য গাড়িতে ঢাকার  উদ্দেশে রওনা দেন। 

মামুনের মামা ব্যাংক কর্মকর্তা আনিসুর রহমান এসব বিষয় নিশ্চিত করে বলেন, এই ঘটনায় মামুনদের পরিবারের মধ্যে চরম  আতঙ্ক বিরাজ করছে। 

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, এ বিষয়ে কেউ থানায় এসে অভিযোগ করেনি। তারপরেও আমরা খোঁজ নিয়ে দেখছি এবং সেখানে লোক পাঠাচ্ছি। সঠিক তথ্য পেলে দায়ী রিকশা চালককে খুঁজে বের করার চেষ্টা করা হবে। 

প্রসঙ্গত, এর আগে গত ২২ অক্টোবর শুক্রবার কুষ্টিয়া শহরে এক রিকশাওয়ালা অভিনব প্রতারণার মাধ্যমে এক গৃহবধূ ও তার মেয়ের নিকট থাকা সোনার হার ও দুল হাতিয়ে নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে চাকরির বাজারে কম দামি ১২ ডিগ্রি, কদর বাড়ানোর উপায় কী

পোশাক কারখানায় রাতভর নির্যাতনে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, সহকর্মী গ্রেপ্তার

চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, অভিযোগ শ্রমিক-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রাজশাহীর ৭ বন্দীর সাজা মওকুফ

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু ‘বিষক্রিয়ায়’, কেয়ারটেকার চাচাকে সন্দেহ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত