মনিরামপুর প্রতিনিধি
বাবাকে হত্যাচেষ্টার অভিযোগে হাবিবুর রহমান মিন্টু (২৮) নামে মনিরামপুরের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গত শনিবার দুপুরে অভয়নগর থেকে তাঁকে গ্রেপ্তারের পর বিকেলে মনিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে।
জানা যায়, মিন্টু উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের আব্দুস সবুরের ছেলে। মিন্টু তাঁর স্ত্রীকে মারপিট করলে বাবা আব্দুস সবুর প্রতিবাদ করে। এতে ক্ষুব্ধ হয়ে করাত দিয়ে বাবার হাত ও পায়ের রগ কেটে দেয় মিন্টু। এ সময় তিনি বাবাকে শ্বাসরোধে হত্যার চেষ্টাও করেন। এ ঘটনায় মিন্টুর মা ফরিদা বেগম বাদী হয়ে ছেলের বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলা করেন। সেই থেকে মিন্টু বাড়ি ছেড়ে পালিয়ে অভয়নগরের নওয়াপাড়ায় মাজার এলাকায় থেকে কাজ করতে থাকেন।
মামলা সূত্রে জানা যায়, দুই সন্তানের জনক মিন্টু পেশায় নির্মাণ শ্রমিক। প্রায়ই তিনি স্ত্রী আসমা খাতুনকে মারপিট করতেন। গত জুনের মাঝামাঝি একদিন স্ত্রীকে মারপিট করার প্রতিবাদ করেন আব্দুস সবুর। তখন তিনি ছেলেকে শাসন করার জন্য ঘরের পেছনে গিয়ে পুলিশকে ফোন করার অভিনয় করেন। এতে ক্ষিপ্ত হয়ে মিন্টু করাত দিয়ে তাঁর বাবার হাত ও পায়ের রগ কেটে দেন। একই সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে তিনি বাবাকে হত্যার চেষ্টা করেন। খবর পেয়ে স্থানীয়রা আব্দুস সবুরকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে ভর্তি করেন।
মিন্টুর স্বজনেরা জানান, থানায় মামলা হওয়ার পর থেকে মিন্টু স্ত্রী ও সন্তানদের ফেলে অভয়নগরের নওয়াপাড়া এলাকায় পালিয়ে যান। সেখানে নির্মাণ শ্রমিকের কাজ নেন মিন্টু। সে কারণে পুলিশ মিন্টুকে ধরতে পারেনি। অবশেষে র্যাব মিন্টুকে নোয়াপাড়া থেকে গ্রেপ্তার করে।
মনিরামপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রহমান বলেন, অনেক আগেই মিন্টুর নামে দায়ের করা মামলায় আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। রোববার (৭ নভেম্বর) সকালে গ্রেপ্তার মিন্টুকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বাবাকে হত্যাচেষ্টার অভিযোগে হাবিবুর রহমান মিন্টু (২৮) নামে মনিরামপুরের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গত শনিবার দুপুরে অভয়নগর থেকে তাঁকে গ্রেপ্তারের পর বিকেলে মনিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে।
জানা যায়, মিন্টু উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের আব্দুস সবুরের ছেলে। মিন্টু তাঁর স্ত্রীকে মারপিট করলে বাবা আব্দুস সবুর প্রতিবাদ করে। এতে ক্ষুব্ধ হয়ে করাত দিয়ে বাবার হাত ও পায়ের রগ কেটে দেয় মিন্টু। এ সময় তিনি বাবাকে শ্বাসরোধে হত্যার চেষ্টাও করেন। এ ঘটনায় মিন্টুর মা ফরিদা বেগম বাদী হয়ে ছেলের বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলা করেন। সেই থেকে মিন্টু বাড়ি ছেড়ে পালিয়ে অভয়নগরের নওয়াপাড়ায় মাজার এলাকায় থেকে কাজ করতে থাকেন।
মামলা সূত্রে জানা যায়, দুই সন্তানের জনক মিন্টু পেশায় নির্মাণ শ্রমিক। প্রায়ই তিনি স্ত্রী আসমা খাতুনকে মারপিট করতেন। গত জুনের মাঝামাঝি একদিন স্ত্রীকে মারপিট করার প্রতিবাদ করেন আব্দুস সবুর। তখন তিনি ছেলেকে শাসন করার জন্য ঘরের পেছনে গিয়ে পুলিশকে ফোন করার অভিনয় করেন। এতে ক্ষিপ্ত হয়ে মিন্টু করাত দিয়ে তাঁর বাবার হাত ও পায়ের রগ কেটে দেন। একই সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে তিনি বাবাকে হত্যার চেষ্টা করেন। খবর পেয়ে স্থানীয়রা আব্দুস সবুরকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে ভর্তি করেন।
মিন্টুর স্বজনেরা জানান, থানায় মামলা হওয়ার পর থেকে মিন্টু স্ত্রী ও সন্তানদের ফেলে অভয়নগরের নওয়াপাড়া এলাকায় পালিয়ে যান। সেখানে নির্মাণ শ্রমিকের কাজ নেন মিন্টু। সে কারণে পুলিশ মিন্টুকে ধরতে পারেনি। অবশেষে র্যাব মিন্টুকে নোয়াপাড়া থেকে গ্রেপ্তার করে।
মনিরামপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রহমান বলেন, অনেক আগেই মিন্টুর নামে দায়ের করা মামলায় আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। রোববার (৭ নভেম্বর) সকালে গ্রেপ্তার মিন্টুকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫